রাঁচি, ১৫ সেপ্টেম্বর: ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে বড়সড় ঘোষণা করল কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হল, আসন্ন বিধানসভা নির্বাচনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) সঙ্গে জোট গঠন করে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। শীঘ্রই আসন্ন আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও আস্থা প্রকাশ করেছে যে তাদের জোট আবার ক্ষমতায় আসবে। অপরদিকে রাজ্যে সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি।
ঝাড়খণ্ডের প্রদেশ কংগ্রেসের সভাপতি কেশব মাহাতো বলেন, রাজ্যে নির্বাচনে আমরা আমাদের জোটের শরিক জেএমএম সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব। শীঘ্রই আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিতে আমরা নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। অপরদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)ও আস্থা প্রকাশ করেছে যে তাদের জোট আবার ক্ষমতায় আসবে।
হিমন্ত শর্মা ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের বিজেপির সহ-ইনচার্জ। সোমবার তিনি ঘোষণা করেন, নির্বাচনের তারিখ মঙ্গলবার ঘোষণা করা হবে।ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, জেএমএম নেতৃত্বাধীন জোট ৮১টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। বিরোধী বিজেপির বিপরীতে জেএমএম-নেতৃত্বাধীন জোট শুধুমাত্র ঘোষণায় বিশ্বাস করে না, কারণ তারা কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। জেএমএম বিধায়ক, সোরেনের স্ত্রী কল্পনার দাবি জোট জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, কারণ একটি “ডাবল-ইঞ্জিন” বিজেপি সরকার থাকা সত্ত্বেও ২০১৯ সালে ক্ষমতায় এসেছে।