০৮ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আম্বেদকর নিয়ে শাহের মন্তব্যের ভিডিয়ো পোস্ট,  কংগ্রেস নেতাদের নোটিশ এক্সের  

পুবের কলম, ওয়েবডেস্ক: সংসদে সংবিধানের প্রধান রূপকার আম্বেদকরকে নিয়ে অমিত শাহের কটাক্ষপূর্ণ মন্তব্যের জেরে উত্তাল দেশ। স্বরাষ্ট্র মন্ত্রীর মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। শাসক-বিরোধী দলগুলোর মধ্যে জারি রয়েছে আক্রমণ-পাল্টা আক্রমণের ধারা। এই আবহে স্বরাষ্ট্র মন্ত্রক এবং আইটি মন্ত্রকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে।

 

অভিযোগ, এক্স হ্যান্ডেল থেকে তার কাছে একটি ইমেল এসেছিল। যেখানে আম্বেদকর প্রসঙ্গে অমিত শাহের মন্তব্য ডিলিট করার জন্য নির্দেশ দেওয়া হয়।  ক্ষমা চাওয়া তো দূরের কথা, এখন ওনারা ভাইরাল ভিডিয়োটি সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলার জন্য তৎপর হয়েছেন। এদিন সুপ্রিয়া আরও জানান, শুধু আমার কাছে নয়, জয়রাম রমেশ সহ বুধবারই কংগ্রেস দল এবং হাত শিবিরের কয়েকজন নেতাকে নোটিশ পাঠানো হয়েছে।

 

ভারতের  গুরুত্বপূর্ণ একটি আইন লঙ্ঘনের কারণ দর্শিয়ে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভিডিয়ো মুছে ফেলার নির্দেশ দেয়।  এক্সের পাঠানো নোটিশে উল্লেখ রয়েছে অন্য একটি নোটিশের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ  সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের তরফ থেকে এক্সের কাছে একটি নোটিশ পাঠানো হয়। তাতে বলা হয়, এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি কন্টেন্ট ডিলিট করে দিতে হবে। কারণ ওই কন্টেন্ট ভারতীয় আইনের পরিপন্থী। শুধু তাই নয়, ভিডিয়ো ‘এডিট’ করা বলেও অভিযোগ আনা হয়েছে।

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চাপেই এই পদক্ষেপ নিয়েছে এক্স বলেই অভিযোগ হাত শিবিরের। তাদের দাবি, সমাজমাধ্যম আইন অনুযায়ী কোনও ভিডিয়ো বিকৃত করা হয়ে থাকলে তা প্রকাশে বাধা রয়েছে। কিন্তু নির্বাচিত অংশ পোস্ট করতে কোনও বাধা নেই। তবুও এক্স কর্তৃপক্ষ নোটিশ পাঠিয়েছেন। কিন্তু কেন? কেন কেন্দ্র সরকার ভিডিয়োটি সব জায়গা থেকে মুছে ফেলার নির্দেশ দিচ্ছেন? তাহলে নিশ্চয় কোনও ভুল শব্দের ব্যবহার করেছেন উনি। বিজেপির সাধারণ জনগণের কাছ থেকে কি লোকাতে চাইছেন ?

 

আম্বেদকরকে অপমান করে বিজেপির আর কিছু হোক না হোক, দলিত বিরোধী  তথা মনুবাদী প্রকৃত রূপ প্রকাশ হয়ে পড়েছে। তাই ভয় পাচ্ছেন ওনারা । এই ঘটনায় বিজেপির দলিত বিরোধী, জাতপাতের মানসিকতা  সামনে এসে গিয়েছে। অবশ্য যারা ঘৃণা আর ধর্মান্ধতাকে উস্কায়, তাদের থেকে কীই বা আশা করা যায়? যদিও এক্স কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে গোটা বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছুই জানানো হয়নি।

 

 

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলায় কোথায় রোহিঙ্গা, ঘুষপাটিয়া: বিজেপিকে নিশানা অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আম্বেদকর নিয়ে শাহের মন্তব্যের ভিডিয়ো পোস্ট,  কংগ্রেস নেতাদের নোটিশ এক্সের  

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সংসদে সংবিধানের প্রধান রূপকার আম্বেদকরকে নিয়ে অমিত শাহের কটাক্ষপূর্ণ মন্তব্যের জেরে উত্তাল দেশ। স্বরাষ্ট্র মন্ত্রীর মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। শাসক-বিরোধী দলগুলোর মধ্যে জারি রয়েছে আক্রমণ-পাল্টা আক্রমণের ধারা। এই আবহে স্বরাষ্ট্র মন্ত্রক এবং আইটি মন্ত্রকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে।

 

অভিযোগ, এক্স হ্যান্ডেল থেকে তার কাছে একটি ইমেল এসেছিল। যেখানে আম্বেদকর প্রসঙ্গে অমিত শাহের মন্তব্য ডিলিট করার জন্য নির্দেশ দেওয়া হয়।  ক্ষমা চাওয়া তো দূরের কথা, এখন ওনারা ভাইরাল ভিডিয়োটি সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলার জন্য তৎপর হয়েছেন। এদিন সুপ্রিয়া আরও জানান, শুধু আমার কাছে নয়, জয়রাম রমেশ সহ বুধবারই কংগ্রেস দল এবং হাত শিবিরের কয়েকজন নেতাকে নোটিশ পাঠানো হয়েছে।

 

ভারতের  গুরুত্বপূর্ণ একটি আইন লঙ্ঘনের কারণ দর্শিয়ে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভিডিয়ো মুছে ফেলার নির্দেশ দেয়।  এক্সের পাঠানো নোটিশে উল্লেখ রয়েছে অন্য একটি নোটিশের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ  সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের তরফ থেকে এক্সের কাছে একটি নোটিশ পাঠানো হয়। তাতে বলা হয়, এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি কন্টেন্ট ডিলিট করে দিতে হবে। কারণ ওই কন্টেন্ট ভারতীয় আইনের পরিপন্থী। শুধু তাই নয়, ভিডিয়ো ‘এডিট’ করা বলেও অভিযোগ আনা হয়েছে।

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চাপেই এই পদক্ষেপ নিয়েছে এক্স বলেই অভিযোগ হাত শিবিরের। তাদের দাবি, সমাজমাধ্যম আইন অনুযায়ী কোনও ভিডিয়ো বিকৃত করা হয়ে থাকলে তা প্রকাশে বাধা রয়েছে। কিন্তু নির্বাচিত অংশ পোস্ট করতে কোনও বাধা নেই। তবুও এক্স কর্তৃপক্ষ নোটিশ পাঠিয়েছেন। কিন্তু কেন? কেন কেন্দ্র সরকার ভিডিয়োটি সব জায়গা থেকে মুছে ফেলার নির্দেশ দিচ্ছেন? তাহলে নিশ্চয় কোনও ভুল শব্দের ব্যবহার করেছেন উনি। বিজেপির সাধারণ জনগণের কাছ থেকে কি লোকাতে চাইছেন ?

 

আম্বেদকরকে অপমান করে বিজেপির আর কিছু হোক না হোক, দলিত বিরোধী  তথা মনুবাদী প্রকৃত রূপ প্রকাশ হয়ে পড়েছে। তাই ভয় পাচ্ছেন ওনারা । এই ঘটনায় বিজেপির দলিত বিরোধী, জাতপাতের মানসিকতা  সামনে এসে গিয়েছে। অবশ্য যারা ঘৃণা আর ধর্মান্ধতাকে উস্কায়, তাদের থেকে কীই বা আশা করা যায়? যদিও এক্স কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে গোটা বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছুই জানানো হয়নি।