১২ জুলাই ২০২৫, শনিবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত কমিশন, নিরাপত্তার মোড়কে মোড়া থাকছে বুথগুলো

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, বুধবার
  • / 7

পুবের কলম প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার ভবানীপুর, সামসেরগঞ্জ,জঙ্গিপুর এই তিন আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত নির্বাচন কমিশন।

 আইনশৃঙ্খলা যাতে অক্ষুন্ন থাকে তার জন্য সব রকম ভাবে প্রস্তুত নির্বাচন কমিশন  আজ যে তিনটি কেন্দ্রে ভোট রয়েছে তারমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ভবানীপুর কেন্দ্রটি। কারণ এই কেন্দ্রের উপনির্বাচনে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  নির্বাচনে কোনও রকম ভাবে যাতে অশান্তি না হয় তার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন।

শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধরা বজায় থাকছে প্রতিটি বুথে। ২০০ মিটারের মধ্যে থাকছে ১৪৪ ধরা। তাছাড়া অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে।সমস্ত বুথগুলোর নিরাপত্তা জন্য ১৫ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে।  সেই সঙ্গে থাকবে প্রচুর পুলিশ। এছাড়াও থাকছে কুইক রেসপন্স টিম। যারা কোনও দুর্ঘটনার খবর পেলে তৎপরতার সঙ্গে ঘটনা স্থলে পৌঁছে যাবেন।

উল্লেখ্য, ভবানীপুর কেন্দ্রে ২৮৭ টি বুথ রয়েছে। বুথের নিরাপত্তার দায়িত্বে থাকবেন চারজন করে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও বুথের বাইরে থাকবে পুলিশ কর্মীরা। তারা বুথের বাইরে র সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখবেন। ভবানীপুর কেন্দ্রটি যেহেতু হয় প্রোফাইল কেন্দ্র তাই এখনো নিরাপত্তা থাকছে আরও বেশি। এই প্রতিটি থানার দায়িত্বে থাকবেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। কুইক রেসপন্স টিমের পাশাপাশি থাকছে ২৩ টি মোবাইল ভ্যান। হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড থাকছে ৯ টি জায়গায়। এছাড়াও পুলিশ পিকেট থাকবে ৩৮ টি জায়গায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত কমিশন, নিরাপত্তার মোড়কে মোড়া থাকছে বুথগুলো

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, বুধবার

পুবের কলম প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার ভবানীপুর, সামসেরগঞ্জ,জঙ্গিপুর এই তিন আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত নির্বাচন কমিশন।

 আইনশৃঙ্খলা যাতে অক্ষুন্ন থাকে তার জন্য সব রকম ভাবে প্রস্তুত নির্বাচন কমিশন  আজ যে তিনটি কেন্দ্রে ভোট রয়েছে তারমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ভবানীপুর কেন্দ্রটি। কারণ এই কেন্দ্রের উপনির্বাচনে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  নির্বাচনে কোনও রকম ভাবে যাতে অশান্তি না হয় তার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন।

শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধরা বজায় থাকছে প্রতিটি বুথে। ২০০ মিটারের মধ্যে থাকছে ১৪৪ ধরা। তাছাড়া অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে।সমস্ত বুথগুলোর নিরাপত্তা জন্য ১৫ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে।  সেই সঙ্গে থাকবে প্রচুর পুলিশ। এছাড়াও থাকছে কুইক রেসপন্স টিম। যারা কোনও দুর্ঘটনার খবর পেলে তৎপরতার সঙ্গে ঘটনা স্থলে পৌঁছে যাবেন।

উল্লেখ্য, ভবানীপুর কেন্দ্রে ২৮৭ টি বুথ রয়েছে। বুথের নিরাপত্তার দায়িত্বে থাকবেন চারজন করে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও বুথের বাইরে থাকবে পুলিশ কর্মীরা। তারা বুথের বাইরে র সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখবেন। ভবানীপুর কেন্দ্রটি যেহেতু হয় প্রোফাইল কেন্দ্র তাই এখনো নিরাপত্তা থাকছে আরও বেশি। এই প্রতিটি থানার দায়িত্বে থাকবেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। কুইক রেসপন্স টিমের পাশাপাশি থাকছে ২৩ টি মোবাইল ভ্যান। হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড থাকছে ৯ টি জায়গায়। এছাড়াও পুলিশ পিকেট থাকবে ৩৮ টি জায়গায়।