পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের বাজারে আসতে চলেছে শাওমির নতুন স্মার্টফোন। শীঘ্রয় লঞ্চ করা হবে ‘শাওমি-১৪ আল্ট্রা’ স্মার্টফোন। তথ্য অনুযায়ী, আগামী এপ্রিলে চিনে এই ফোন লঞ্চ করা হতে পারে এবং তারপর ভারতের বাজারে লঞ্চ করা হবে। ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে নতুন ডিভাইসটিকে। এখন পর্যন্ত ‘শাওমি-১৪ আল্ট্রা’ মডেলটি কোম্পানির সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন। নতুন মডেলটি সাড়া ফেলতে পারে বলে আশা প্রকাশ করেছে অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থাটি।
নতুন ডিভাইসটিতে থাকতে পারে ৬.৭ ইঞ্চি কোয়াড-কারভ অ্যামলয়েড ডিসপ্লে। দেখা যাবে কে রেজোলিউশনের ভিডিও। কুয়ালম-এর সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন অ্যানড্রয়েড ভার্সন। উচ্চ ক্ষমতা সম্পন্ন ১৬ জিবি র্যাম এবং ১ টিবি স্টোরেজ থাকবে ডিভাইসটিতে। একটি কোয়াড ক্যামেরাসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, ৫০ মেগাপিক্সেল টেলিফোটো এবং ৫০ মেগাপিক্সেল সনি এলভিটি-৯০০ লেন্স যুক্ত থাকবে। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ ১২০ ওয়াটের দ্রুত চার্জিং এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি থাকবে।