পুবের কলম, ওয়েবডেস্ক: অবশেষে শুরু হল দেউচা পাঁচামি কয়লা খননের কাজ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণার পরই বৃহস্পতিবার রাতে খনন কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, বিজিবিএস-এর সম্মেলনে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন, তৈরি পরিকাঠামো, চাইলে ২৪ ঘণ্টার মধ্যেই বীরভূমের দেউচা-পাচামি কয়লাখনিতে কাজ শুরু করা যাবে। তাঁর কথা রেখে অতি তৎপরতার সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লাখনিতে।
Read More: কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত ৪
জানা গিয়েছে, শুক্রবার সকালে প্রশাসনের উদ্যোগে ওই এলাকার জনগণের দাবি দাওয়া শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চারটি জায়গায় সরকারি শিবির গড়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই জমি মালিকদের নথিপত্র যাচাই ও ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।