৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘যোগ্য’ শিক্ষকদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর, দু’মাসর মধ্যে চাকরির আশ্বাস

চামেলি দাস
  • আপডেট : ৭ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 83

পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মহীন শিক্ষকদের নিয়ে সমাবেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে হাজির ছিলেন ‘যোগ্য’ শিক্ষকরা। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে শিক্ষকদের আশ্বাসও দেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “দু’মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করবে সরকার। আপনাদের সার্ভিস ব্রেক হবে না। আপনাদের চাকরির দায়িত্ব সরকারের।” সেই সঙ্গে যোগ্য শিক্ষকদের নোটিস না পাওয়া পর্যন্ত স্কুল চালিয়ে যাওয়ারও বার্তাও দেন তিনি। “নোটিস না পাওয়া পর্যন্ত আপনারা স্কুল যাবেন। ভলান্টিয়ারিলি কাজ করুন, কেউ আটকাবে না। মনে রাখবেন ২ মাস কষ্ট করলে ২০ বছর সুফল পাবেন।” সুপ্রিম কোর্টের রায় মেনে যোগ্যদের দিক নির্দেশও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩ এপ্রিল ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। রাতারাতি চাকরি হারায় প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষককর্মী। প্রায় ৭ হাজার ‘অযোগ্য’ শিক্ষক তালিকায় রয়েছে বলে খবর। বাকিরা সবাই যোগ্য বলে তালিকা দিয়েছিল এসএসএসি। সুপ্রিম কোর্ট যোগ্য-অযোগ্য বাছাই না করেই প্যানেল বাতিল  করার অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘যোগ্য’দের পাশে দাঁড়িয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”আপনাদের শোকে আমরা পাথর। আমরা হৃদয়হীন নই। দায় ঝেড়ে ফেলতে পারি না। ভিক্ষা করে আপনাদের খেতে হবে না। স্বেচ্ছায় কাজ করুন, কেউ বারণ করবে না। যতদিন না সুপ্রিম কোর্ট যোগ্যদের তালিকা দিচ্ছে, যতদিন না নোটিস পাচ্ছেন, ততদিন বাচ্চাদের পড়ান।” তিনি আরও বলেন, ”আমার প্রতিশ্রুতি, যোগ্যদের চাকরি কারও কেড়ে নিতে দেব না। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। যাঁরা ভালো ফলাফল করে এসেছেন, তাঁদের সবাইকে শীর্ষ আদালত ‘চোর’ বলছেন! এটা হয়? রায়ের পিছনে কোনও খেলা নেই তো? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না, তা আমরা আশা করি।” ‘অযোগ্য’দের উদ্দেশে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ”আগে যোগ্য চাকরিহারাদের জন্য ব্যবস্থা করি। তবে কেউ অযোগ্য প্রমাণিত হলে কিছু করার নেই।”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘যোগ্য’ শিক্ষকদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর, দু’মাসর মধ্যে চাকরির আশ্বাস

আপডেট : ৭ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মহীন শিক্ষকদের নিয়ে সমাবেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে হাজির ছিলেন ‘যোগ্য’ শিক্ষকরা। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে শিক্ষকদের আশ্বাসও দেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “দু’মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করবে সরকার। আপনাদের সার্ভিস ব্রেক হবে না। আপনাদের চাকরির দায়িত্ব সরকারের।” সেই সঙ্গে যোগ্য শিক্ষকদের নোটিস না পাওয়া পর্যন্ত স্কুল চালিয়ে যাওয়ারও বার্তাও দেন তিনি। “নোটিস না পাওয়া পর্যন্ত আপনারা স্কুল যাবেন। ভলান্টিয়ারিলি কাজ করুন, কেউ আটকাবে না। মনে রাখবেন ২ মাস কষ্ট করলে ২০ বছর সুফল পাবেন।” সুপ্রিম কোর্টের রায় মেনে যোগ্যদের দিক নির্দেশও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩ এপ্রিল ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। রাতারাতি চাকরি হারায় প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষককর্মী। প্রায় ৭ হাজার ‘অযোগ্য’ শিক্ষক তালিকায় রয়েছে বলে খবর। বাকিরা সবাই যোগ্য বলে তালিকা দিয়েছিল এসএসএসি। সুপ্রিম কোর্ট যোগ্য-অযোগ্য বাছাই না করেই প্যানেল বাতিল  করার অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘যোগ্য’দের পাশে দাঁড়িয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”আপনাদের শোকে আমরা পাথর। আমরা হৃদয়হীন নই। দায় ঝেড়ে ফেলতে পারি না। ভিক্ষা করে আপনাদের খেতে হবে না। স্বেচ্ছায় কাজ করুন, কেউ বারণ করবে না। যতদিন না সুপ্রিম কোর্ট যোগ্যদের তালিকা দিচ্ছে, যতদিন না নোটিস পাচ্ছেন, ততদিন বাচ্চাদের পড়ান।” তিনি আরও বলেন, ”আমার প্রতিশ্রুতি, যোগ্যদের চাকরি কারও কেড়ে নিতে দেব না। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। যাঁরা ভালো ফলাফল করে এসেছেন, তাঁদের সবাইকে শীর্ষ আদালত ‘চোর’ বলছেন! এটা হয়? রায়ের পিছনে কোনও খেলা নেই তো? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না, তা আমরা আশা করি।” ‘অযোগ্য’দের উদ্দেশে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ”আগে যোগ্য চাকরিহারাদের জন্য ব্যবস্থা করি। তবে কেউ অযোগ্য প্রমাণিত হলে কিছু করার নেই।”