৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুভাষ ভৌমিকের মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী,  কোভিড প্রোটোকল মেনে হবে সম্পন্ন হবে শেষকৃত্য

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ জানুয়ারী ২০২২, শনিবার
  • / 13

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রয়াত বাংলার প্রবাদপ্রতিম ও আর্শিয়ান কাপ জয়ী কোচ সুভাষ ভৌমিক। সম্প্রতি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই অনুযায়ী তাকে ইকবালপুর এর একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। যদিও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শনিবার ভোররাতে ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইস্টবেঙ্গলকে আই লিগ জেতানো কোচ সুভাষ ভৌমিক। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন কোচ সুভাষ ভৌমিক। জানা গিয়েছে বিগত তিনমাস ধরে তার ডায়ালাইসিস চলছিল। মাঝে তার বুকে সংক্রমণ হয়েছিল। পরে শোনা যায় তিনি করোনাতে আক্রান্ত হয়েছেন। তাতে তাকে ইকবালপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।

মুখ্যমন্ত্রী ট্যুইট করে লিখেছেন, ‘বিশিষ্ট  ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের  প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৩ বছর। সুভাষ ভৌমিক ইস্ট বেঙ্গল, মোহনবাগান ক্লাব ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের  প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭০ সালে এশিয়ান গেমসে তিনি যে ভারতীয় দলের সদস্য ছিলেন, সেই দল ব্রোঞ্জ পদক লাভ করে। এছাড়াও তিনি কলকাতার তিন প্রধান ফুটবল টীমের কোচের দায়িত্ব সুচারু ভাবে পালন করেছেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে তাঁকে ‘ক্রীড়াগুরু’  সম্মানে ভূষিত করে। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সুভাষ ভৌমিকের পরিবার-পরিজন ও  অনুরাগীদের  আন্তরিক সমবেদনা জানাচ্ছি’।

জানা গিয়েছে, করোনায় মৃত্যু হওয়ার কারণে কোভিড প্রোটোকল মেনেই সম্পন্ন হবে শেষকৃত্য। ইতিমধ্যে পরিবার ও রাজ্য সরকারের সঙ্গে শেষকৃত্যের ব্যাপারে কথা হয়েছে। কোভিড প্রোটোকল অনুযায়ী করোনায় মৃতদের ধাপা ও নিমতলা ঘাট শ্মশানে দেহ সৎকার করা হয়। নিমতলা ঘাটে সম্পন্ন হবে প্রয়াত ফুটবলার, কোচ সুভাষ ভৌমিকের অন্ত্যষ্টিক্রিয়া। পরিবারে তরফ থেকে শেষকৃত্যে পাঁচজন উপস্থিত থাকতে পারবেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুভাষ ভৌমিকের মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী,  কোভিড প্রোটোকল মেনে হবে সম্পন্ন হবে শেষকৃত্য

আপডেট : ২২ জানুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রয়াত বাংলার প্রবাদপ্রতিম ও আর্শিয়ান কাপ জয়ী কোচ সুভাষ ভৌমিক। সম্প্রতি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই অনুযায়ী তাকে ইকবালপুর এর একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। যদিও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শনিবার ভোররাতে ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইস্টবেঙ্গলকে আই লিগ জেতানো কোচ সুভাষ ভৌমিক। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন কোচ সুভাষ ভৌমিক। জানা গিয়েছে বিগত তিনমাস ধরে তার ডায়ালাইসিস চলছিল। মাঝে তার বুকে সংক্রমণ হয়েছিল। পরে শোনা যায় তিনি করোনাতে আক্রান্ত হয়েছেন। তাতে তাকে ইকবালপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।

মুখ্যমন্ত্রী ট্যুইট করে লিখেছেন, ‘বিশিষ্ট  ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের  প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৩ বছর। সুভাষ ভৌমিক ইস্ট বেঙ্গল, মোহনবাগান ক্লাব ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের  প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭০ সালে এশিয়ান গেমসে তিনি যে ভারতীয় দলের সদস্য ছিলেন, সেই দল ব্রোঞ্জ পদক লাভ করে। এছাড়াও তিনি কলকাতার তিন প্রধান ফুটবল টীমের কোচের দায়িত্ব সুচারু ভাবে পালন করেছেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে তাঁকে ‘ক্রীড়াগুরু’  সম্মানে ভূষিত করে। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সুভাষ ভৌমিকের পরিবার-পরিজন ও  অনুরাগীদের  আন্তরিক সমবেদনা জানাচ্ছি’।

জানা গিয়েছে, করোনায় মৃত্যু হওয়ার কারণে কোভিড প্রোটোকল মেনেই সম্পন্ন হবে শেষকৃত্য। ইতিমধ্যে পরিবার ও রাজ্য সরকারের সঙ্গে শেষকৃত্যের ব্যাপারে কথা হয়েছে। কোভিড প্রোটোকল অনুযায়ী করোনায় মৃতদের ধাপা ও নিমতলা ঘাট শ্মশানে দেহ সৎকার করা হয়। নিমতলা ঘাটে সম্পন্ন হবে প্রয়াত ফুটবলার, কোচ সুভাষ ভৌমিকের অন্ত্যষ্টিক্রিয়া। পরিবারে তরফ থেকে শেষকৃত্যে পাঁচজন উপস্থিত থাকতে পারবেন।