পুবের কলম ওয়েবডেস্কঃ আজ বুধবার সকাল থেকেই মুখভার আকাশের। মেঘলা আকাশ, দেখা মিলছেনা রোদের। পাশাপাশি বেড়েছে তাপমাত্রাও। যদিও হাওয়া অফিসের পূর্বাভাস বলছে দঙ্গিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে হবে বৃষ্টি।
উত্তরবঙ্গে জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। যদিও তার সঙ্গে গভীর নিম্নচাপের কোনও সম্পর্ক নেই। আগামী তিন দিন রাজ্যে তাপমাত্রা কমারও কোনও সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি বেশিই থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ঘূর্ণিঝড় অশনিরও কোন প্রভাব পড়েনি আন্দামানে।যদিও সবরকম সতর্কতা মূলক ব্যবস্থাই নিয়েছে প্রশাসন। পশ্চিমবঙ্গেও অঁশনির কোন প্রভাব পড়বে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৩ শতাংশ।