পুবের কলম, ওয়েবডেস্ক: বিকট গুলির শব্দ! তারপরেই মাটিয়ে লুটিয়ে পড়লেন সিআইএসএফ জওয়ান। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাত আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গেছে, বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই জওয়ান। এদিন নিজের বন্দুক থেকে গুলি ছুঁড়ে আত্মঘাতী হয়েছেন তিনি। নাম কিশান সিং (৩২)।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, জয়পুরের বাসিন্দা কিশান সিং সুরাত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। এদিন দুপুর ২টো ১০ নাগাদ বিমানবন্দরের শৌচালয়ে গিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হন। বিকট আওয়াজ শুনে শৌচালয়ের দিকে ছুটে যান অন্যান্য নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে , পেটে গুলি লেগেছিল কিশানের। শনিবার এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বিমানবন্দরে। মুহূর্তের মধ্যেই কড়া নিরাপত্তার চাদরে ছেয়ে ফেলা হয় বিমান চত্ত্বর। ভুলবশত বন্দুক থেকে গুলি ছুটেছে, নাকি আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ওই জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর পাঠানো হয়েছে মৃতের পরিবারকে। পুলিশি জিজ্ঞাসাবাদে সহকর্মীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই মনমরা হয়ে ছিলেন ওই জওয়ান। পারিবারিক কোনও বিবাদের জেরে বিপর্যস্ত ছিলেন।