১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘পাঠান’ বন্ধ করতে সিনেমা হলে ভাঙচুর

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 40

পুবের কলম ওয়েবডেস্ক: বুধবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’। সিনেমার একটি গানে নায়িকা দীপিকা পাড়ুকোন গেরুয়া বিকিনি পরায় এ নিয়ে একচোট বিতর্ক আগেই হয়েছে দেশে। সেসব ছাপিয়ে এদিন শাহরুখের সিনেমা মুক্তি পেতেই দেশের বড় শহরগুলির মাল্টিপ্লেক্সগুলিতে ছিল উপচে পড়া ভিড়। আগাম টিকিট শেষ হয়ে যাওয়াই অনেকেই প্রথম শো দেখতে পাননি।

অসম, গুজরাতের মতো বিজেপিশাসিত রাজ্যগুলি প্রথমে বিরোধিতা করলেও মোদির ‘ধমকে’ সবাই ‘পাঠান’ নিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যস্ত। বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদও গুজরাতে পাঠানের বিরোধিতা করেনি। তবে কর্নাটকের একটি  জেলায় সিনেমাটির স্ক্রিনিংয়ের সময় কয়েকজন উগ্র হিন্দুত্ববাদী হাঙ্গামা করেছে  বলে খবরে প্রকাশ। ‘স্বরূপ’ ও ‘নর্তকী’ নামের দুটি থিয়েটারে তারা তাণ্ডবলীলা  চালায়। ছিড়ে ফেলে মুভির পোস্টার।

এর ফলে কর্নাটকের বিজেপি সরকার এলাকার নিরাপত্তা বাড়িয়েছে এবং প্রায় ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কয়েকজনকে আটক করেছে খাদেবাজার থানার পুলিশ। স্থানীয় বিজেপি বিধায়ক অভয় পাতিল এই ছবি মুক্তির তীব্র বিরোধিতা করেছেন। অনেকে মনে করছেন, তারই উসকানিতে সিনেমা হলে তাণ্ডব চালানো হয়েছে। এর পাশাপাশি মধ্যপ্রদেশের কয়েকটি জায়গাতে বজরং বাহিনী সিনেমা হলে ভাঙচুর চালিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘পাঠান’ বন্ধ করতে সিনেমা হলে ভাঙচুর

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: বুধবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’। সিনেমার একটি গানে নায়িকা দীপিকা পাড়ুকোন গেরুয়া বিকিনি পরায় এ নিয়ে একচোট বিতর্ক আগেই হয়েছে দেশে। সেসব ছাপিয়ে এদিন শাহরুখের সিনেমা মুক্তি পেতেই দেশের বড় শহরগুলির মাল্টিপ্লেক্সগুলিতে ছিল উপচে পড়া ভিড়। আগাম টিকিট শেষ হয়ে যাওয়াই অনেকেই প্রথম শো দেখতে পাননি।

অসম, গুজরাতের মতো বিজেপিশাসিত রাজ্যগুলি প্রথমে বিরোধিতা করলেও মোদির ‘ধমকে’ সবাই ‘পাঠান’ নিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যস্ত। বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদও গুজরাতে পাঠানের বিরোধিতা করেনি। তবে কর্নাটকের একটি  জেলায় সিনেমাটির স্ক্রিনিংয়ের সময় কয়েকজন উগ্র হিন্দুত্ববাদী হাঙ্গামা করেছে  বলে খবরে প্রকাশ। ‘স্বরূপ’ ও ‘নর্তকী’ নামের দুটি থিয়েটারে তারা তাণ্ডবলীলা  চালায়। ছিড়ে ফেলে মুভির পোস্টার।

এর ফলে কর্নাটকের বিজেপি সরকার এলাকার নিরাপত্তা বাড়িয়েছে এবং প্রায় ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কয়েকজনকে আটক করেছে খাদেবাজার থানার পুলিশ। স্থানীয় বিজেপি বিধায়ক অভয় পাতিল এই ছবি মুক্তির তীব্র বিরোধিতা করেছেন। অনেকে মনে করছেন, তারই উসকানিতে সিনেমা হলে তাণ্ডব চালানো হয়েছে। এর পাশাপাশি মধ্যপ্রদেশের কয়েকটি জায়গাতে বজরং বাহিনী সিনেমা হলে ভাঙচুর চালিয়েছে।