BRAKING :
৫ মাস ধরে জেলবন্দি ছিলেন তিনি
chinmoy krishna das: রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন

ইমামা খাতুন
- আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার
- / 62
পুবের কলম,ওয়েবডেস্ক: রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের (chinmoy krishna das) জামিন। বুধবার বাংলাদেশের আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ২৫ নভেম্বর চিন্ময়কৃষ্ণকে (chinmoy krishna das )গ্রেফতার করা হয়েছিল। পাঁচ মাসের বেশি সময় জেলে থাকার পর অবশেষে তিনি মুক্তি পেলেন। এদিন বিচারপতি মুহাম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি মহম্মদ আলি রেজা চিন্ময়কৃষ্ণের (chinmoy krishna das) জামিন মঞ্জুর করেছেন।
Tag :