পুবের কলম প্রতিবেদকঃ চিংড়িঘাটায় কেন বার বার দুর্ঘটনা ঘটছে? এই নিয়ে এবার সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তর ২৪ পরগনা মধ্যমগ্রামে জেলা প্রশাসনিক বৈঠকে দুর্ঘটনার কারণ নিয়ে পুলিশের প্রতি ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।
ক্ষুদ্ধ মমতা বলেন, ‘এলাকা নির্ধারণ নিয়ে কলকাতা ও বিধাননগর পুলিশের মধ্যে ইগোর লড়াই হচ্ছে। আর তার জেরে কেন ভুগবেন সাধারণ মানুষ?’ এখানেই থেমে না থেকে, দুই কমিশনারেটের পুলিশকে কার্যত হুঁশিয়ারি সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি পরপর কয়েকটি দুর্ঘটনা দেখেছি। যেটা হওয়ার নয়। হওয়ার ছিল না। আর একটাও দুর্ঘটনা যেন না হয় চিংড়িঘাটায়’।
মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠকের ২৪ ঘণ্টা আগেই চিংড়িঘাটায় ঘটে মর্মান্তিক এক পথ দুর্ঘটনা। এরই জেরে প্রাণ হারান তরতাজা এক যুবক। নাম সাগর বেরা। সল্টলেকের এক তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন। তিনি তাঁরই সহকর্মীর বাইকের পিছনে বসে অফিস যাচ্ছিলেন। চোট পান সহকর্মীও। তবে তারা আঘাত ততটা গুরুতর ছিল না।
এরই আগে, গত ৬ নভেম্বর চিংড়িঘাটা ক্রসিংয়ে বেপরোয়া একটি চারচাকা পরপর ছয় পথচারীকে পিষে দেয়। এই ঘটনায় মৃত্যু হয় একজনের। তারও আগে গত ১১ অক্টোবর রাতে চিংড়িঘাটা বাইপাসের উপর নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে রাস্তার রেলিংয়ে ধাক্কা মারে এক বাইক আরোহী। যার মর্মান্তিক পরিণতি বাইক চালকের দেহ থেকে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।