৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিদিন ১১ হাজার টাকা দিয়ে হোটেলেই থাকেন চিনের এক পরিবারের ৮ সদস্য

সামিমা এহসানা
  • আপডেট : ১০ জানুয়ারী ২০২৪, বুধবার
  • / 34

পুবের কলম ওয়েব ডেস্ক: যেই শুনছে বলছে ‘অদ্ভুত’। এমন শখের কথা নাকি আগে কেউ কোনওদিন শোনেননি। চিনের এক পরিবারের মোট ৮ জন সদস্য রয়েছে। পরিবারে বয়স্ক সদস্য যেমন আছে, তেমনি আছে সদ্যজাতও। কিন্তু তারা কেউই নিজের বাড়িতে থাকেন না। থাকেন হোটেলে। তাহলে কি হোটেলের মালিক তারা? মোটেই না। হোটেল ভাড়া বাবদ প্রতিদিন যথারীতি ১১ হাজার টাকা দিতে হয়। তাও তারা হোটেলেই থাকেন। এতে তারা বেশ আনন্দও পাচ্ছেন। ছোট থেকে বড় সব সদস্যরা হোটেলে এডজাস্টও করছেন। সেখান থেকে অফিস যাচ্ছেন চাকুরিজীবীরা। এক–দুদিন কিন্তু নয়, গত ২২৯ দিন ধরে তারা ওই হোটেলে থাকছেন। এমনটাই জানিয়েছে সাউথ চাইনা মর্ণিং পোস্ট।

মজার ব্যাপার, এতদিন হোটেলে থাকার পর তারা মোটেও বিরক্ত হননি। বিলাসবহুল ওই হোটেলে থেকে তাদের সুবিধাই হচ্ছে। তাই বাকি জীবন হোটেলেই নাকি কাটাতে চায় ৮ সদস্যের ওই পরিবার। তাদের মতে, আলাদা করে বিদ্যুত, জল বা পার্কিং এর বিল দিতে হয় না। সবটাই হোটেলের ভাড়ার সঙ্গে কাটা হয়, তাই ঝঞ্ঝাটও কম পোহাতে হচ্ছে তাদেরকে। ওই পরিবারের এক সদস্য মু জিউ বলেছেন, দীর্ঘদিন হোটেলে থাকবেন জানানোর পর তারা বিশেষ ছাড়ও পাচ্ছেন। তার মতে, হোটেলে থাকার ফলে খচর কমেছে আর সেভিংস বেড়েছে তার পরিবারের।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রতিদিন ১১ হাজার টাকা দিয়ে হোটেলেই থাকেন চিনের এক পরিবারের ৮ সদস্য

আপডেট : ১০ জানুয়ারী ২০২৪, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: যেই শুনছে বলছে ‘অদ্ভুত’। এমন শখের কথা নাকি আগে কেউ কোনওদিন শোনেননি। চিনের এক পরিবারের মোট ৮ জন সদস্য রয়েছে। পরিবারে বয়স্ক সদস্য যেমন আছে, তেমনি আছে সদ্যজাতও। কিন্তু তারা কেউই নিজের বাড়িতে থাকেন না। থাকেন হোটেলে। তাহলে কি হোটেলের মালিক তারা? মোটেই না। হোটেল ভাড়া বাবদ প্রতিদিন যথারীতি ১১ হাজার টাকা দিতে হয়। তাও তারা হোটেলেই থাকেন। এতে তারা বেশ আনন্দও পাচ্ছেন। ছোট থেকে বড় সব সদস্যরা হোটেলে এডজাস্টও করছেন। সেখান থেকে অফিস যাচ্ছেন চাকুরিজীবীরা। এক–দুদিন কিন্তু নয়, গত ২২৯ দিন ধরে তারা ওই হোটেলে থাকছেন। এমনটাই জানিয়েছে সাউথ চাইনা মর্ণিং পোস্ট।

মজার ব্যাপার, এতদিন হোটেলে থাকার পর তারা মোটেও বিরক্ত হননি। বিলাসবহুল ওই হোটেলে থেকে তাদের সুবিধাই হচ্ছে। তাই বাকি জীবন হোটেলেই নাকি কাটাতে চায় ৮ সদস্যের ওই পরিবার। তাদের মতে, আলাদা করে বিদ্যুত, জল বা পার্কিং এর বিল দিতে হয় না। সবটাই হোটেলের ভাড়ার সঙ্গে কাটা হয়, তাই ঝঞ্ঝাটও কম পোহাতে হচ্ছে তাদেরকে। ওই পরিবারের এক সদস্য মু জিউ বলেছেন, দীর্ঘদিন হোটেলে থাকবেন জানানোর পর তারা বিশেষ ছাড়ও পাচ্ছেন। তার মতে, হোটেলে থাকার ফলে খচর কমেছে আর সেভিংস বেড়েছে তার পরিবারের।