নিউ ইয়ার উদযাপন করা যাবে রাত ১ টা পর্যন্ত, নির্দেশিকা কর্নাটক সরকারের

- আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: বছর ঘুরতে না ঘুরতেই ফিরে এল সেই করোনা আতঙ্ক। চিনে ফের করোনা তার দাপট দেখাতে শুরু করে দিয়েছে। হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড়। মর্গগুলিতেও করুণ দশা। এমনকী হাসপাতালে বেড না থাকায় বহু করোনা রোগীকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভারতেই করোনা আতঙ্ক ছড়িয়েছে। উদ্বিগ্ন কেন্দ্র সরকার। কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে।
বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ জন বিদেশ ফেরত যাত্রীর কোভিড নমুনা পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে একজন চিন থেকে এসেছেন।
এদিকে একসপ্তাহ বাকি নেই ইংরেজি বছরের নববর্ষ উদযাপনে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নয়া নির্দেশিকা জারি করল কর্নাটক সরকার। আগেই রেস্তোরাঁ, থিয়েটার, সিনেমা হল, পাব, স্কুল ও কলেজের মতো বদ্ধ জায়গায় মাস্ক পরার ক্ষেত্রে কড়াকড়ি করেছিল সরকার। সেই নিয়মই বহাল থাকছে নতুন বছরের উদযাপনের জন্যও। নিউ ইয়ার উদযাপন রাত ১ টা পর্যন্ত পালন করতে পারবে রাজ্যের বাসিন্দারা। এই কোভিড নির্দেশিকা কড়াভাবে মেনে চলার নির্দেশিকা দেওয়া হয়েছে।