কলকাতাSaturday, 12 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের সবচেয়ে দীর্ঘ ১০ সেতুর ছয়টিই চিনে

Puber Kalom
October 12, 2024 8:36 am
Link Copied!

পুবের কলম,ওয়েব ডেস্ক: দৈর্ঘ্যের বিচারে কোন কোন সেতু সবচেয়ে দীর্ঘ? এসব সেতু কোন দেশে অবস্থিত? এসব প্রশ্ন অনেকের মনে উঁকি দেয়। অনেকেই উত্তর খুঁজে ফেরেন। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিশ্বের  সবচেয়ে দীর্ঘ ১০টি সেতুর ৬টিই এশিয়ার দেশ চিনে বস্থিত।

আসুন, ২০২৪ সালে বিশ্বের দীর্ঘ সেতু কোনগুলো, এক নজরে তা দেখে নিই—

১. দানিয়াং–কুনশান গ্র্যান্ড ব্রিজ: বিশ্বের দীর্ঘতম এই সেতু চিনে অবস্থিত। দৈর্ঘ্য ১৬৪ কিলোমিটার।

২. চাংহুয়া-কোহশিউং ভায়াডাক্ট: তাইওয়ানের এই সেতুর দৈর্ঘ্য ১৫৭ কিলোমিটার।

৩. তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ: ১১৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর অবস্থান চিনে।

৪. ক্যাংডে গ্র্যান্ড ব্রিজ: চীনের এই সেতুর দৈর্ঘ্য ১০৫ কিলোমিটার।

৫. ওয়েনান ওয়েইহে গ্র্যান্ড ব্রিজ: এটির অবস্থান চিনে। দৈর্ঘ্য ৭৯ কিলোমিটার।

৬. বাং না এক্সপ্রেসওয়ে: থাইল্যান্ডের এই সেতুর দৈর্ঘ্য ৫৪ কিলোমিটার।

৭. বেইজিং গ্র্যান্ড ব্রিজ: চিনের এই সেতুর দৈর্ঘ্য ৪৮ কিলোমিটার।

৮. মেট্রো ম্যানিলা স্কাইওয়ে সিস্টেম: ফিলিপাইনের এই সেতুর দৈর্ঘ্য ৩৯ কিলোমিটার।

৯. লেক পন্টচারট্রেন কজওয়ে: দৈর্ঘ্য ৩৮ কিলোমিটার। অবস্থান যুক্তরাষ্ট্রে।

১০. উহান মেট্রো ব্রিজ: চিনের উহানে অবস্থিত এই সেতুর দৈর্ঘ্য ৩৭ কিলোমিটার।