বিভাজনের রাজনীতিকে নিশানা, সম্প্রীতি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর

- আপডেট : ৩১ মার্চ ২০২৫, সোমবার
- / 70
পুবের কলম ওয়েবডেস্ক: প্রতিবছরের মতো এবারও ঈদের সকালে রেড রোডে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকলকে ঈদের শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে বিজেপির বিভাজনের রাজনীতিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন একদল ধর্মের নামে বিভেদের রাজনীতি করে। কিন্তু যে কোনও মূল্যে আমাদের সম্প্রীতি বজায় রাখতে হবে কারও কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না। এদিন তিনি সংবিধানের উল্লেখ করে দেশের অসাম্প্রদায়িক নীতির কথা মনে করিয়ে দেন। স্মরণ করেন স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাষচন্দ্র বসু, ইকবালের ভাষ্য- বাণী।
এদিন শুধু গেরুয়া শিবির নয় বামেদেরও নিশানা করলেন মমতা। অক্সফোর্ডের কেলগ কলেজে তাঁকে ধর্ম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, আমি হিন্দ, আমি মুসলিম, আমি শিখ, আমি ঈশাই। আমি ভারতীয়। কলকাতা থেকে অক্সফোর্ডে রাম-বামের হাত মেলানো প্রসঙ্গে মমতা বলেন, লাল -গেরুয়া মেশে গিয়েছে কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুক কারো কোনো ক্ষতি হতে দেব না।
আরও পড়ুন: খুশির Eid ul-Fitr : রেড রোডে শামিল মমতা-অভিষেক
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনান সর্বধর্ম সমন্বয়ের কথা। বলেন চাঁদের কোন ধর্ম হয় না। সবাইকে একতা বজায় রাখতে হবে। মিলেমিশে থাকতে হবে। এই বাংলাই যে বিজেপির দেশজুড়ে সাম্প্রদায়িক শক্তির বিস্তারকে রুখে দেওয়ার পথ দেখিয়েছে, রেড রোডের ঈদের অনুষ্ঠানে সেকথা স্মরণ করিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রতিবারের মতো এবারও রবিবারই এক্স হ্যান্ডেলে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা রাজ্যবাসীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে একাধিক মসজিদে গিয়েও সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
আরও পড়ুন: রেড রোডে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর, রিজওয়ানুরের বাড়িতে মমতা-অভিষেক
এদিন রেড রোড থেকে প্রথমে যান বেক বাগানের লাল মসজিদে। সেখান থেকে পায়ে হেঁটে এক কিলোমিটার দূরত্বের সাদা মসজিদে পৌঁছে যান। এরপর মুখ্যমন্ত্রী গন্তব্য ছিল পার্ক সার্কাসের কাছে রিজওয়ানুর রহমানের বাড়ি। সেখানে গিয়ে রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করেন। তাঁর পরিবারের লোকেদের সঙ্গে কথাবার্তা বলেন। ইকবালপুরের ষোলআনা মসজিদে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে, ফিরহাদ হাকিমকে পাশে রেখে মানুষদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।