মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনে ইডির তল্লাশি

- আপডেট : ২৯ জানুয়ারী ২০২৪, সোমবার
- / 11
রাঁচি, ২৯ জানুয়ারি: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি। সোমবার সকালে জমি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনে পৌঁছায় ইডি আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রীর সরকারি রাঁচির বাসভবন ঘিরে ফেলে সেনা জওয়ানরা। উল্লেখ, গত ২০ জানুয়ারি মুখ্যমন্ত্রীর বাসভবনে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফের ৯ দিনের মাথায় মুখ্যমন্ত্রীর বাসভবনে ইডি কর্তারা।
তদন্তের জন্য ইডি সক্রিয়া নিয়ে এবং বাংরবার মুখ্যমন্ত্রীকে তলব করায় জেএমএম কর্মীদের মধ্যে ক্ষোভের তৈরি হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে জেএমএম বিধায়ক, নেতা ও কর্মীদের রাঁচিতে জমায়েত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জেএমএম নেতা-কর্মীদের হুঁশিয়ারির পর বিজেপি দফতর এবং বিজেপির গুরুত্বপূর্ণ নেতাদের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
ইডি সূত্রে খবর, জমি কেলেঙ্কারি মামলায় আর্থিক তছরুপের তদন্তের অংশ হিসাবে সোমবার সকালে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দিল্লি এবং ঝাড়খণ্ড বাসভবনে পৌঁছায় তদন্তকারীরা। এদিকে, হেমন্ত সোরেন ২৭ আগস্ট দিল্লিতে পৌঁছেছেন এবং গত দু’দিন ধরে তিনি দিল্লিতে রয়েছেন বলে জানা গিয়েছে।