কলকাতাWednesday, 1 June 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্রসদনেই গানস্যালুটে অন্তিমবিদায় সঙ্গীতশিল্পী কেকে-কে জানালেন মুখ্যমন্ত্রী

Puber Kalom
June 1, 2022 2:32 pm
Link Copied!

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রথমে ঠিক হয়েছিল বিমানবন্দরেই অন্তিম শ্রদ্ধা জানানো হবে। কিন্তু তারপরে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন অকালপ্রয়াত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকে কে রবীন্দ্রসদনেই জানানো হবে গান স্যালুটে চিরবিদায়। এরপর মুম্বই নিয়ে যাওয়া হবে তাঁর দেহ।

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। তাঁর ছেলেবেলা কাটে নয়াদিল্লিতে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছিলেন। এরপরেই তিনি পা রাখেন গ্ল্যামার দুনিয়ায়। তিনি ১৯৯৭ সালে ‘হম দিল দে চুকে সনম’ ছবিতে প্রথম প্লেব্যাক করেছিলেন। এরপর তাঁর একের পর এক গানে মুগ্ধ হয়েছিলেন সকলেই।

৩০ এবং ৩১ মে দুটি কলেজের ফেস্টের জন্য এসেছিলেন কলকাতায়। নজরুল মঞ্চে ৩১ মে সন্ধ্যা ৬ টা.৪৫ মিনিটে ওঠেন গান করতে। একের পর জনপ্রিয় গানে নজরুল মঞ্চ তখন বিমোহিত। এরপর অনুষ্ঠানের সময়ই অসুস্থ হয়ে পড়েন কেকে।

 

জানা গিয়েছে, মঞ্চে থাকাকালীন স্পটলাইট বন্ধ করতে বলেন তিনি। কিন্তু, অত্যন্ত অসুস্থ বোধকরায় তিনি হোটেলে ফিরে যান। জানা গিয়েছে, সেখানেই তাঁর শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।