৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যৌনতার টোপ দিয়ে প্রতারণা! গ্রেফতার বিজেপি নেত্রীর মেয়ে

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ মে ২০২৩, শুক্রবার
  • / 10

পুবের কলম ওয়েব ডেস্ক: যৌনতার ফাঁদ পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করার অভিযোগ উঠল বিজেপির এক নেত্রীর মেয়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার ওই যুবতী।

জানা গিয়েছে, ধৃতের নাম প্রিয়ঙ্কা রায়। তিনি নিজে বিজেপির আইটি সেলের আহ্বায়ক। আর মা নমিতা রায় বসিরহাটের  হাড়োয়ায় বিজেপির মহিলা মোর্চা মণ্ডলের সাধারণ সম্পাদক। প্রিয়াঙ্কাকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের রাখালপল্লি গ্রামের ঘটনা। 

অভিযোগ, প্রিয়াঙ্কা দীর্ঘদিন ধরেই এই কাজ করে এসেছেন। উত্তর ২৪ পরগনার বিভিন্ন ব্লকের বিভিন্ন থানা এলাকায় রাজনৈতিক দলের নেতাদের ‘হানি ট্র্যাপে’ ফেলেছেন তিনি, এমনই অভিযোগ।

প্রথমে মোবাইলে কথাবার্তা, তারপরে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে ছবি আদানপ্রদানের পর দেখা করা। এরপরই ধর্ষণের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হওয়া। সবটাই ছিল নিখুঁত পরিকল্পনা। এমনকি বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা হাড়োয়া বিধানসভার বিজেপি নেতা রাজেন্দ্র সাহার বিরুদ্ধেও ২০১৯ সালে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন প্রিয়াঙ্কা। এরপর গ্রেফতারও করা হয় বিজেপি নেতাকে। এছাড়া বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের প্রতারণা করেও লক্ষ লক্ষ টাকা কামিয়েছে প্রিয়াঙ্কা।  ঘটনাচক্রে, বিজেপিরই এক নেতা ওই তরুণীর বিরুদ্ধে ‘হানিট্র্যাপের’ অভিযোগ তুলেছেন। স্বরুপনগর থানা অভিযোগ পেতেই গ্রেফতার করে প্রিয়াঙ্কাকে।

তাঁর বিরুদ্ধে বসিরহাট মহকুমা সাইবার ক্রাইম থানায় মামলা রুজু হয়েছে। পুলিশের দাবি, জেরায় প্রতারণার অভিযোগ স্বীকার করেছেন প্রিয়াঙ্কা। তবে তাঁর মা নমিতার দাবি, মেয়েকে ফাঁসানো হয়েছে। 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যৌনতার টোপ দিয়ে প্রতারণা! গ্রেফতার বিজেপি নেত্রীর মেয়ে

আপডেট : ২৬ মে ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: যৌনতার ফাঁদ পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করার অভিযোগ উঠল বিজেপির এক নেত্রীর মেয়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার ওই যুবতী।

জানা গিয়েছে, ধৃতের নাম প্রিয়ঙ্কা রায়। তিনি নিজে বিজেপির আইটি সেলের আহ্বায়ক। আর মা নমিতা রায় বসিরহাটের  হাড়োয়ায় বিজেপির মহিলা মোর্চা মণ্ডলের সাধারণ সম্পাদক। প্রিয়াঙ্কাকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের রাখালপল্লি গ্রামের ঘটনা। 

অভিযোগ, প্রিয়াঙ্কা দীর্ঘদিন ধরেই এই কাজ করে এসেছেন। উত্তর ২৪ পরগনার বিভিন্ন ব্লকের বিভিন্ন থানা এলাকায় রাজনৈতিক দলের নেতাদের ‘হানি ট্র্যাপে’ ফেলেছেন তিনি, এমনই অভিযোগ।

প্রথমে মোবাইলে কথাবার্তা, তারপরে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে ছবি আদানপ্রদানের পর দেখা করা। এরপরই ধর্ষণের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হওয়া। সবটাই ছিল নিখুঁত পরিকল্পনা। এমনকি বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা হাড়োয়া বিধানসভার বিজেপি নেতা রাজেন্দ্র সাহার বিরুদ্ধেও ২০১৯ সালে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন প্রিয়াঙ্কা। এরপর গ্রেফতারও করা হয় বিজেপি নেতাকে। এছাড়া বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের প্রতারণা করেও লক্ষ লক্ষ টাকা কামিয়েছে প্রিয়াঙ্কা।  ঘটনাচক্রে, বিজেপিরই এক নেতা ওই তরুণীর বিরুদ্ধে ‘হানিট্র্যাপের’ অভিযোগ তুলেছেন। স্বরুপনগর থানা অভিযোগ পেতেই গ্রেফতার করে প্রিয়াঙ্কাকে।

তাঁর বিরুদ্ধে বসিরহাট মহকুমা সাইবার ক্রাইম থানায় মামলা রুজু হয়েছে। পুলিশের দাবি, জেরায় প্রতারণার অভিযোগ স্বীকার করেছেন প্রিয়াঙ্কা। তবে তাঁর মা নমিতার দাবি, মেয়েকে ফাঁসানো হয়েছে।