২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বদল আসছে শিয়ালদহ স্টেশন চত্বরে, জেনে নিন কী সেই পরিবর্তন

পুবের কলম, ওয়েবডেস্ক:  শহর কলকাতার অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদহে দীর্ঘদিন ধরেই চলছিল মেট্রো রেলের কাজ। এখন সেই কাজ প্রায় শেষের পথে। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, অল্পদিনের মধ্যেই শিয়ালদহ স্টেশন চত্বরে আমূল পরিবর্তন আনতে চলেছে তারা। স্টেশনের গেট থেকে শুরু করে পার্কিং স্পেস সব জায়গার খোলনোলচে বদলে ফেলতে তৎপর মেট্রো রেল। মাটির ১৬.৫ মিটার নীচে থাকবে মেট্রোর লাইন। ব্যস্ততম মেট্রো স্টেশন এসপ্ল্যানেড ও ফুলবাগান মেট্রো স্টেশনের মধ্যে থাকবে শিয়ালদহ মেট্রো স্টেশন।

মেট্রো রেল এর তরফে জানা যাচ্ছে, যেহেতু এসপ্ল্যানেড স্টেশনকে জংশনে রূপান্তরিত করা হচ্ছে তাই জনসমাগম এড়াতে শিয়ালদহ স্টেশন নিয়ে এই পরিকল্পনা গুলি যত শীঘ্র সম্ভব শেষ করতে আগ্রহী মেট্রো রেল।

মেট্রো রেল তরফে জানা গেছে,  শিয়ালদহ একটি গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে। শহরতলী থেকে মানুষেরা এই স্টেশনে এসে মেট্রো রেলের পরিষেবা নেবেন। যাতে ভীড়ের ফলে মানুষকে সমস্যায় না পড়তে হয়, তাই উত্তর মেন এবং দক্ষিণের রেল প্ল্যাটফর্মে যাতায়াত ও ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রশস্ত জায়গা রেখে এই পরিবর্তনগুলি আনা হচ্ছে।

যাত্রিদের সুবিধার্থে থাকছে ৯টি সিঁড়ি। স্টেশনের মধ্যে থাকছে মোট ১৮টি এসক্যালেটর। থাকছে মোট ২৭টি টিকিট কাউন্টার। শারীরীক ভাবে অসমর্থ দের জন্য থাকছে বিশেষ ভাবে নির্মিত টিকিট কাউন্টার। এছাড়া ৫টি লিফটের ব্যাবস্থাও রাখা হবে। রুপক সরকার এও জানিয়েছেন চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে নব্য রূপে নির্মিত শিয়ালদহ স্টেশন। এরপর রেলওয়ের সেফটি পরিদর্শনের ফলাফলের পর পুজো নাগাদ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এই স্টেশন ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

খ্রিস্টানদের বড়দিনের আগের রাতে ক্যাথিড্রালে মুখ্যমন্ত্রী, পার্ক স্ট্রিটে উৎসবের রোশনাই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বদল আসছে শিয়ালদহ স্টেশন চত্বরে, জেনে নিন কী সেই পরিবর্তন

আপডেট : ২১ অগাস্ট ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  শহর কলকাতার অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদহে দীর্ঘদিন ধরেই চলছিল মেট্রো রেলের কাজ। এখন সেই কাজ প্রায় শেষের পথে। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, অল্পদিনের মধ্যেই শিয়ালদহ স্টেশন চত্বরে আমূল পরিবর্তন আনতে চলেছে তারা। স্টেশনের গেট থেকে শুরু করে পার্কিং স্পেস সব জায়গার খোলনোলচে বদলে ফেলতে তৎপর মেট্রো রেল। মাটির ১৬.৫ মিটার নীচে থাকবে মেট্রোর লাইন। ব্যস্ততম মেট্রো স্টেশন এসপ্ল্যানেড ও ফুলবাগান মেট্রো স্টেশনের মধ্যে থাকবে শিয়ালদহ মেট্রো স্টেশন।

মেট্রো রেল এর তরফে জানা যাচ্ছে, যেহেতু এসপ্ল্যানেড স্টেশনকে জংশনে রূপান্তরিত করা হচ্ছে তাই জনসমাগম এড়াতে শিয়ালদহ স্টেশন নিয়ে এই পরিকল্পনা গুলি যত শীঘ্র সম্ভব শেষ করতে আগ্রহী মেট্রো রেল।

মেট্রো রেল তরফে জানা গেছে,  শিয়ালদহ একটি গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে। শহরতলী থেকে মানুষেরা এই স্টেশনে এসে মেট্রো রেলের পরিষেবা নেবেন। যাতে ভীড়ের ফলে মানুষকে সমস্যায় না পড়তে হয়, তাই উত্তর মেন এবং দক্ষিণের রেল প্ল্যাটফর্মে যাতায়াত ও ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রশস্ত জায়গা রেখে এই পরিবর্তনগুলি আনা হচ্ছে।

যাত্রিদের সুবিধার্থে থাকছে ৯টি সিঁড়ি। স্টেশনের মধ্যে থাকছে মোট ১৮টি এসক্যালেটর। থাকছে মোট ২৭টি টিকিট কাউন্টার। শারীরীক ভাবে অসমর্থ দের জন্য থাকছে বিশেষ ভাবে নির্মিত টিকিট কাউন্টার। এছাড়া ৫টি লিফটের ব্যাবস্থাও রাখা হবে। রুপক সরকার এও জানিয়েছেন চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে নব্য রূপে নির্মিত শিয়ালদহ স্টেশন। এরপর রেলওয়ের সেফটি পরিদর্শনের ফলাফলের পর পুজো নাগাদ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এই স্টেশন ।