মোদি কি ফ্যাসিবাদী? হ্যাঁ সূচক উত্তর এআই এর, গুগলকে নোটিস ধরানোর সিদ্ধান্ত কেন্দ্রের

- আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার
- / 12
পুবের কলম ওয়েব ডেস্ক: এমনিতে মিথ্যা কথা বলতে পারে না আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই)। নির্মাতারা শেখালে, সেকথা আলাদা। তবে অনেকগুলি তথ্য দিলে, সেখান থেকে তথ্য নিয়ে বানিয়ে, গুছিয়ে উত্তর দেয় সে। চ্যাটবট জেমিনির সরল জবাব বিপদে ফেলল গুগলকে। তাই এবার গুগলকে শো কজ নোটিস ধরাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার।
গুগলের চ্যাটবট জেমিনিকে প্রশ্ন করা হয়েছিল, মোদি ফ্যাসিবাদী কি না। এর জবাবে সে বলেছিল, মোদি যে নীতি অবলম্বন করেন, তা দেখে বিশেষজ্ঞরা মোদিকে ফ্যাসিবাদী বলে মনে করে। বিজেপির হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শ রুপায়ন করা, ভিন্ন মত প্রকাশ করলে দমন পীড়ন বা ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা গুলির জন্যেই তাঁকে ফ্যাসিবাদী বলে মনে করা হয়। কিন্তু একই প্রশ্ন করা হয়েছিল জেলেনস্কি ও ট্রাম্পের জন্য। তারা ফ্যাসিবাদী কি না, এই প্রশ্নের জবাবে কিন্তু পক্ষপাতমূলক উত্তর দিয়েছে জেমিনি। এই প্রশ্নের স্ক্রিনশট এক্সে শেয়ার করেন এক সাংবাদিক। তিনি লেখেন, পক্ষপাতিত্ব করছে গুগল। এই পোস্ট নজরে আসে ভারত সরকারের। এরপর জবাব দেন ইলেকট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি লেখেন, আইটি আইনের ৩ (১) (বি) ধারা ও বেশ কয়েকটি ফৌজদারি আইন লঙ্ঘন করেছে গুগল। পক্ষপাতমূলক উত্তর দিয়েছে তারা।
আইটি মন্ত্রকের এক বরিষ্ঠ কর্মকর্তার মতে, এর আগেও এধরণের পক্ষপাতমূলক উত্তর দেওয়ার অভিযোগ উঠেছিল গুগলের এআই এর বিরুদ্ধে। এবার শো কজ নোটিস দেওয়া হবে গুগলকে। সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে, মামলা করা হবে গুগলের বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণ পর একটি জাতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে জেমিনিকে আবারও প্রশ্ন করা হয়, মোদি ফ্যাসিবাদী কিনা। এর জবাবে পুরোনো তথ্যের সঙ্গে ২০০২ এর গুজরাত দাঙ্গার কথাও তুলে আনে এআই। কিন্তু ওই জবাবের মধ্যে খানিকটা কৌশল প্রয়োগ করে সে। হিন্দুত্ববাদী আদর্শ, বিজেপি যোগ ও গুজরাত দাঙ্গার কথা বললেও জেমেনি জানায়, অনেকেই মনে করে মোদি ফ্যাসিবাদী নন। তিনি অর্থনৈতিক সংস্কার ও সামাজিক কল্যাণমূলক কর্মসূচির সঙ্গেও যুক্ত বলে উল্লেখ করা হয়। এআই বলে, বিজেপির সঙ্গে মোদির যোগ থাকার অর্থ এই নয় যে তিনি ফ্যাসিবাদী। কারণ বিজেপি পক্ষপাত করার মত দল নয়।
মন্ত্রীর হুঁশিয়ারি পেয়ে জেমিনির উত্তর পাল্টানোর চেষ্টা করল কি না গুগল, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিরোধী শিবিরে।
উল্লেখ্য, ওই সাংবাদিক যে স্ক্রিনশট শেয়ার করেছিলেন, সেখানে মোদি ফ্যাসিবাদী কিনা, এর জবাবে যা বলা হয়েছিল, গত দশ বছরে সেটাই বারবার বলে এসেছে বিজেপি বিরোধী দলগুলি।