৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মমতার রোম সফরের অনুমতি দিলনা কেন্দ্র, নবান্নে এল এক লাইনের চিঠি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার
  • / 14

পুবের কলম ওয়েবডেস্কঃমমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরের অনুমতি দিলনা কেন্দ্র।শুক্রবার গভীর রাতে বিদেশ মন্ত্রকের এক যুগ্ম সচিব চিঠি দিয়ে জানিয়েছেন যে যে কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে তা একজন মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়।

আগামী ৬ এবং ৭ অক্টোবর রোমে  আয়োজিত হওয়ার কথা ওই অনুষ্ঠানের।ইতালির এক বেসরকারি সংস্থা ওই কর্মসূচিতে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, পোপ এবং ইতালির শীর্ষ রাজনৈতিক নেতাদের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকেও আমন্ত্রণ জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় ওই আমন্ত্রণ গ্রহন করেন। শুরুও হয়ে যায় রোমে যাওয়ার প্রস্তুতি। ভবানীপুর বিধানসভার উপনির্বাচন মিটলেই শুরু হত সফরের চূড়ান্ত প্রস্তুতি।

তবে তৃণমূল শীর্ষ নেতৃত্বের মতে এর পেছনে রয়েছে রাজনৈতিক কারণ। কারণ মোদি মার্কিন যুক্তরাষ্ট্র সফর থেকে ফেরার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউরোপ সফর একটা অন্য ব্যঞ্জনা তৈরি করত।

তাছাড়াও পৃথিবীর অর্থডক্স খ্রিস্টান চার্চের প্রধান পোপের পাশাপাশি  থাকার কথা কায়রোর গ্রেট ইমামেরও। এমতাবস্থায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে কোন ভাবে আক্রমণ শানান তা যথেষ্ঠ বিড়ম্বনার হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মমতার রোম সফরের অনুমতি দিলনা কেন্দ্র, নবান্নে এল এক লাইনের চিঠি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃমমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরের অনুমতি দিলনা কেন্দ্র।শুক্রবার গভীর রাতে বিদেশ মন্ত্রকের এক যুগ্ম সচিব চিঠি দিয়ে জানিয়েছেন যে যে কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে তা একজন মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়।

আগামী ৬ এবং ৭ অক্টোবর রোমে  আয়োজিত হওয়ার কথা ওই অনুষ্ঠানের।ইতালির এক বেসরকারি সংস্থা ওই কর্মসূচিতে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, পোপ এবং ইতালির শীর্ষ রাজনৈতিক নেতাদের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকেও আমন্ত্রণ জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় ওই আমন্ত্রণ গ্রহন করেন। শুরুও হয়ে যায় রোমে যাওয়ার প্রস্তুতি। ভবানীপুর বিধানসভার উপনির্বাচন মিটলেই শুরু হত সফরের চূড়ান্ত প্রস্তুতি।

তবে তৃণমূল শীর্ষ নেতৃত্বের মতে এর পেছনে রয়েছে রাজনৈতিক কারণ। কারণ মোদি মার্কিন যুক্তরাষ্ট্র সফর থেকে ফেরার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউরোপ সফর একটা অন্য ব্যঞ্জনা তৈরি করত।

তাছাড়াও পৃথিবীর অর্থডক্স খ্রিস্টান চার্চের প্রধান পোপের পাশাপাশি  থাকার কথা কায়রোর গ্রেট ইমামেরও। এমতাবস্থায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে কোন ভাবে আক্রমণ শানান তা যথেষ্ঠ বিড়ম্বনার হবে।