পুবের কলম ওয়েব ডেস্ক: ‘বেশরম রং’ গানের দৃশ্য সহ ‘পাঠান’ ছবির বেশ কয়েকটি দৃশ্য আপত্তিজনক বলে মত সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি)। শাহরুখ-দীপিকা অভিনীত পাঠান এর গানে গেরুয়া বিকিনি পরার জন্য দেশের বিভিন্ন প্রান্তের হিন্দুত্ববাদী রাজনৈতিক গোষ্ঠীর পক্ষ থেকে আপত্তি উঠে এসেছিল। সরব হয়েছিলেন বিজেপি নেতরাও। এবার সেন্সর বোর্ডের তরফ থেকেও শালীনতা লঙ্ঘনের জন্য ‘পাঠান’ এর বেশ কয়েকটি দৃশ্যকে বাদ দিতে বলা হয়েছে। ওই দৃশ্যগুলি বাদ দিয়ে নির্মাতারা নতুন করে ছবিটি আবার সেন্সর বোর্ডের-র কাছে পাঠাবেন। এরপরই ছবিটিকে সার্টিফিকেট দেবে সেন্সর বোর্ড। তারা সার্টিফিকেট না দিলে সিনেমা হলে মুক্তি পাবে না ‘পাঠান’।
এই প্রসঙ্গে সিবিএফসি বা সেন্সর বোর্ডের চেয়্যারপার্সন প্রসূন যোশী জানিয়েছেন, বোর্ডের নিয়ম মেনেই ‘পাঠান’ ছবিটিকে পরীক্ষা করা হয়েছে। বিশেষ কয়েকটি দৃশ্য বাদ দিয়ে ছবির সংশোধিত সংস্করণটি সার্টিফিকেশনের জন্য পাঠাতে বলা হয়েছে।
ছবিটির বিভিন্ন দৃশ্যে আপত্তিকর দৃশ্য ছিল একথা স্পষ্ট হয়েছে প্রসূন যোশীর অন্যান্য বক্তব্যেও। ‘পাঠান’ প্রসঙ্গে তিনি বলেছেন, সিবিএফসি নির্মাতাদের সৃজনশীলতা ও দর্শকদের সংবেদশীলতার মধ্যে একটা ভারসাম্য রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা বিশ্বাস করি যে বিভিন্ন স্টকহোল্ডারদের সঙ্গে অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন যে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে ও বাস্তবায়িত হচ্ছে, তাও বলতে চাই যে আমাদের ঐতিহ্য ও বিশ্বাস আগে।
‘বেশরম রং’ গানটি রিলিজ করার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি অভিনেতাদের কুশপুতুলও পোড়ানো হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ ৪ বছর পর ‘পাঠান’ এর হাত ধরে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান।