পুবের কলম প্রতিবেদক: সোমবার ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর শহিদদের প্রতি শ্রদ্ধা ও বাংলা ভাষাকে সম্মান জানিয়ে মিল্লি আল আমীন গালর্স কলেজ উদযাপন করল এইদিনটিকে। কলেজের ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হল। মিল্লি আল আমীন কলেজ মূলত উর্দু মিডিয়াম হলেও এখানে বাংলা ও ইংরেজি বিভাগ রয়েছে।
অধ্যক্ষা সুনন্দা হালদারের উপস্থিতিতে সমস্ত শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রী ও সদস্যদের নিয়ে মিল্লি আল আমীন গালর্স কলেজে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা হিন্দি ও উর্দু বিভাগের উদ্যোগে হয় এই অনুষ্ঠান। ছাত্রীরা গান কবিতা গজল প্রভৃতির মাধ্যমে ‘একুশে’ ভাষা শহিদদের স্মরণ করেন। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ইলতুৎ ইয়াসমিন। এই অনুষ্ঠান স্বাস্থ্য বিধি মেনেই হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।