পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরবঙ্গের একাধিক হাসপাতালে বহু শিশু এই মুহূর্তে চিকিৎসাধীন। শুধু তাই নয়, কলকাতাতেও বহু শিশু অজানা জ্বরে আক্রান্ত। বহু শিশুর চিকিৎসা চলছে সরকারি বা বেসরকারি হাসপাতালে । বিভিন্ন জেলা থেকে আসা শিশুরাও জ্বর নিয়ে ভর্তি হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। এই অবস্থায় উদ্বিগ্ন খোদ স্বাস্থ্য দফতরও। যদিও এই অবস্থায় কিছুটা হলেও আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনা পরিস্থিতিতে এই অজানা জ্বর ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার এসএসকেএমে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠক করেন তিনি। সেখানে অজানা জ্বর নিয়ে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।
সত্রের খবর, এই বৈঠকে স্বাস্থ্য আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে জানান, মূলত আরএস ভাইরাসের কারনেই এই অজানা জ্বর । শুধু তাই নয়, ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন রাজ্য প্রশাসনের আধিকারিকরা।
স্বাস্থ্য ভবন সূত্রের খবর, এই কমিটির সদস্যেরা জ্বরের কারণ অনুসন্ধান করে চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত নির্দেশিকা তৈরি করছে। জ্বরের কারণ দ্রুত সনাক্তকরণ করার জন্যে স্বাস্থ্য আধিকারিকদের ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জ্বরের কারণ কী, তা খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।
ব্রেকিং
- ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নয়া রণকৌশল
- কর্ণাটকের ৩ বিধানসভা আসনেই জয়ী কংগ্রেস
- কাশ্মীরি পণ্ডিতদের দোকানে বুলডোজার!
- ৪৮টি বিধানসভা ও ২টি লোকসভা কেন্দ্রে ভোটের ফলাফল: দেখে নিন একনজরে
- ৬৫ শতাংশ মুসলিম আসন কুন্দরকিতে যোগীরাজ্যে বিরাট জয় বিজেপির
- মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন: গেরুয়া টাইফুনে ‘ষড়যন্ত্র’ দেখছেন ‘INDIA BLOCK’
- ‘রেউড়ির’ জের! মহারাষ্ট্রে গেরুয়া ‘টাইফুন’, বিপর্যস্ত ‘ইন্ডিয়া’ জোট
- ‘গেরুয়ার মাদারিহাটে সবুজের ঝড়’ জয়ী জয়প্রকাশ টোপ্পো
- প্রথমেই ‘প্রথম’ ! ওয়েনাডে প্রিয়াঙ্কার ‘হাত’-এই ভরসা রাখল জনগণ
- উপনির্বাচনে ছক্কা হাঁকাল TMC, সবুজ আবির মেখে জয়োল্লাস কর্মী সমর্থকদের
- হেমন্তের বাজিমাত, ঝাড়খণ্ডে সরকার গড়ার পথে জেএমএম জোট
- বিশাল স্বর্ণখনির সন্ধান চিনে