ঢাকা: শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের গণহত্যায় জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী ড. ইউনূস সরকার। অন্তর্র্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল রবিবার এ কথা জানান। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে টানা প্রায় ষোলো বছরের আওয়ামী লীগ সরকারের শাসনের অবসান হয়। হাসিনার নামে গণহত্যাসহ বহু মানবতাবিরোধী অপরাধের জন্য মামলা হয়েছে। বিরোধীপক্ষকে গুম করে রাখার জন্য তার আমলে ‘আয়নাঘর’ তৈরি হয়েছিল বলে অভিযোগ। ভোট না করেই তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ছাপ্পা ও নৈশভোটের মাধ্যমে। কোনও জনভিত্তি না থাকায় ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান মুজিবকন্যা হাসিনা। এখন তিনি দিল্লির লুটিয়েনস বাংলোতে আছেন। তবে বাংলাদেশ সরকার তার বিচারকাজ সম্পন্ন করার জন্য তাকে হাতেপেতে চাইছে। ইন্টারপোলের মাধ্যমে এই কাজটি করা হবে। তবে ভারত সরকার প্রত্যর্পণে রাজি হবে কি না সেটাই বড় প্রশ্ন।
প্রসঙ্গত, ‘রেড অ্যালার্ট’ আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা নয়। এর মাধ্যমে সংস্থাটির ১৯০টি সদস্য দেশকে জানানো হয় যে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের মুখোমুখি করতে কোনও সদস্য রাষ্ট্র বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইন্টারপোল সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও অবস্থান নিশ্চিত করতে সদস্য দেশগুলোর পুলিশ বাহিনীকে সহায়তা করে। যাতে এক দেশের সরকার অপর দেশের সরকারের কাছে অপরাধীকে গ্রেফতার ও প্রত্যর্পণে ব্যবস্থা নিতে পারে।
1 Comment
Pingback: বাংলাদেশে নয়া উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী – Puber Kalom – Bengali News Daily