ওয়াশিংটন: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি টেক জায়ান্টদের আনুগত্যকে ব্যঙ্গ করে আঁকা একটি কার্টুন প্রকাশে অস্বীকৃতি জানানোয় ওয়াশিংটন পোস্ট থেকে পদত্যাগ করেছেন কার্টুনিস্ট অ্যান টেলনেস। পুলিৎজারজয়ী এই নারী কার্টুনিস্ট রাজনৈতিক কার্টুনের জন্য খ্যাতিমান। ২০০৮ সাল থেকে প্রভাবশালী সংবাদপত্রটিতে কাজ করছিলেন তিনি। পত্রিকাটির বর্তমান মালিক ধনকুবের ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
কার্টুনিস্ট অ্যান টেলনেস সম্প্রতি একটি কার্টুন প্রকাশের জন্য জমা দেন। ট্রাম্পের ভাস্কর্যের সামনে হাঁটু গেঁড়ে বসে ডলারের বস্তা সাধছেন টেক জায়ান্টরা—কার্টুনটিতে এমন একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। কিন্তু সেটা প্রকাশ করতে অস্বীকৃতি জানানো হয়। বিষয়টাকে নিজের কাজের প্রতি প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন কার্টুনিস্ট অ্যান টেলনেস। তিনি বলেন, ‘কাজ বন্ধ হওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য বিপজ্জনক। এটা গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার বড় উদাহরণ।’
Read More: পদত্যাগ করতে পারেন জাস্টিন ট্রুডো
তবে ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয় পাতার সম্পাদক ডেভিড শিপলি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, অ্যান টেলনেস যে বিষয়ে কার্টুন এঁকেছেন, সেই বিষয়ে আগেই একটি কলাম প্রকাশিত হয়েছিল এবং আরেকটি ব্যঙ্গাত্মক কলাম প্রকাশের জন্য নির্ধারিত ছিল। ডেভিড শিপলি আরও বলেন, কার্টুনটি প্রকাশ না করার সিদ্ধান্ত ধনী ব্যক্তিদের সমালোচনার কারণে নয়, বরং পুনরাবৃত্তি এড়ানোর জন্য এমনটা করা হয়েছিল। সম্প্রতি জেফ বেজোস ট্রাম্পের উদ্বোধনী তহবিলে ১০ লাখ ডলার অনুদান দিয়েছেন এবং ট্রাম্পের নির্বাচিত হওয়াকে ‘অসাধারণ রাজনৈতিক প্রত্যাবর্তন’ বলে উল্লেখ করেছেন। ট্রাম্পের আরেক অনুরাগী ইলন মাস্ক।