পুবের কলম, ওয়েবডেস্কঃ বিধানসভায় সাসপেন্ড হওয়া বিধায়কেরা রাজ্যপালের কাছে গিয়ে দরবার করলে এর থেকে ছাড়া পাবেন না। শুক্রবার স্পষ্ট জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এদিনই গত বাজেট অধিবেশনে সাসপেনড হওয়া বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহার করার জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন রাজ্যপাল জগদীপ ধনকর। বিজেপি বিধায়কদের নিয়ে রাজ্যপালের অতি সক্রিয়তা প্রসঙ্গেই এমনটি জানিয়েছেন অধ্যক্ষ।
প্রসঙ্গত, সম্প্রতি যে বিধানসভার বাজেট অধিবেশন শেষ হল তাতে বিধানসভার অন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ মোট সাতজন বিরোধী বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। তাদেরকে পরবর্তী অধিবেশনে আবার ঢুকতে দেওয়া হবে কিনা সে বিষয়ে মোশন এনে স্থির করা হবে। এই অবস্থায় এদিন রাজ্যপাল বিধানসভার সচিবালয় তথা অধ্যক্ষকে চিঠি দিয়েছেন কেন তাদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া হল। যদিও এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না অধ্যক্ষ। তবে বিধানসভা সূত্রের খবর ইতিমধ্যেই সেই চিঠি বিধানসভায় এসে পৌঁছেছে।
শুক্রবার এই প্রসঙ্গে বলতে গিয়ে অধ্যক্ষ পাল্টা কটাক্ষ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকরকে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন গোটা বিষয়টি সম্পূর্ণভাবে বিধানসভার নিয়ন্ত্রণাধীন। সাসপেন্ডেড বিধায়কদের আবার অধিবেশনের ঢুকতে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিধানসভাই। এই বিষয়ে রাজ্যপালের কাছে গিয়ে কোনো লাভ নেই। এই অবস্থায় ফের রাজ্যপালের বিরুদ্ধে কটাক্ষ করলেন বিমান বন্দ্যোপাধ্যায়।