পুলিশি হেনস্থা নিয়ে হাইকোর্টের দরবারে গেরুয়া প্রার্থী, আজ শুনানির সম্ভাবনা

- আপডেট : ২০ জুলাই ২০২৩, বৃহস্পতিবার
- / 6
পারিজাত মোল্লা: জেলা পুলিশের বিরুদ্ধে অকারণ হেনস্থার অভিযোগ নিয়ে মামলা দাখিল হল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত এর এজলাসে। আজ বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আদালত সূত্রে প্রকাশ, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থীদের পুরনো মামলায় ডেকে হেনস্থা করার অভিযোগ তুললেন এক জয়ী প্রার্থী। মামলাকারীর অভিযোগ, -‘পুরনো মামলায় অকারণে হেনস্থা করছে পুলিশ। এর ফলে পঞ্চায়েতের বোর্ড গঠন আটকে যাচ্ছে’।
এই অভিযোগ তুলেই বুধবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর আইনজীবী।
আইনজীবীর তরফে জানানো হয়, -‘পুলিশের অতি সক্রিয়তার জন্য পঞ্চায়েত বোর্ড গঠনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।