৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাতিল পাক-কিউয়ি সিরিজ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার
  • / 9

পুবের কলম প্রতিবেদক­ নিরাপত্তাজনিত কারণে পাক ভূমে বন্ধ হয়ে গেল নিউজিল্যান্ড সিরিজ। প্রসঙ্গত শুক্রবার থেকে এই সিরিজ শুরু হওয়ার কথা ছিল। মোট তিনটে ওয়ানডে ও পাঁচটি টি-২০ সিরিজ আয়োজিত হওয়ার কথা ছিল এই সিরিজে। আঠারো বছর পরে পাকিস্তানে সিরিজ খেলতে এসেও গিয়েছিল নিউজিল্যান্ড। শুক্রবার রাওয়ালপিণ্ডিতে প্রথম ওয়ানডে খেলার কথা ছিল দুই দেশের। কিন্তু শুক্রবারই হঠাৎ নিউজিল্যান্ড ক্রিকেট দল এক বিবৃতিতে জানিয়ে দেয় তারা এই সিরিজ খেলবে না। কারণ তাদের কাছে কোনও এক হুমকি এসেছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে– এই সিদ্ধান্ত একা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিয়েছে। তাদের সঙ্গে কোনও আলোচনাও করা হয়নি। পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে এও জানানো হয়েছে– নিউজিল্যান্ড ক্রিকেটারদের নিরাপত্তাজনিত কোনও সমস্যাই ছিল না। পাক ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে– ‘নিউজিল্যান্ড ক্রিকেট দলের জন্য পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান নিজে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ছিলেন। তিনি জানেন  এই সিরিজের গুরুত্ব কতটা। তাই তিনি নিজে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়ে তাঁদের আশ্বস্ত করেছেন। নিউজিল্যান্ডের ওপর কোনও হুমকি তো নেই।’ বিবৃতিতে আরও বলা হয়েছে– ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড হঠাৎ ম্যাচের দিন জানালো নিরাপত্তার কারণে তাদের সতর্ক করা হয়েছে। সিরিজ স্থগিতের সিদ্ধান্তটা তারা এককভাবেই নিয়েছে। পিসিবির এখানে কোনও হাত নেই।’ পাশাপাশি পিসিবি বলছে– ‘নিউজিল্যান্ড দলের সঙ্গে থাকা নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা পুরো সময় পাকিস্তান সরকারের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট ছিলেন। হঠাৎ করেই তারা কেন এমন সিরিজ বন্ধের সিদ্ধান্ত নিয়ে ফেললেন তা আমরা কেউই বুঝতে পারছি না।’

যদিও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বক্তব্য– ‘এটা ছাড়া আমাদের কাছে আর কোনও উপায় ছিল না। মাঠে নিউজিল্যান্ড ক্রিকেটের কর্মকর্তারা নিরাপত্তা বিষয়ে পারমর্শের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার পাকিস্তান থেকে ফেরার ব্যবস্থা করা হচ্ছে কিউয়ি ক্রিকেটারদের।’    

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাতিল পাক-কিউয়ি সিরিজ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক­ নিরাপত্তাজনিত কারণে পাক ভূমে বন্ধ হয়ে গেল নিউজিল্যান্ড সিরিজ। প্রসঙ্গত শুক্রবার থেকে এই সিরিজ শুরু হওয়ার কথা ছিল। মোট তিনটে ওয়ানডে ও পাঁচটি টি-২০ সিরিজ আয়োজিত হওয়ার কথা ছিল এই সিরিজে। আঠারো বছর পরে পাকিস্তানে সিরিজ খেলতে এসেও গিয়েছিল নিউজিল্যান্ড। শুক্রবার রাওয়ালপিণ্ডিতে প্রথম ওয়ানডে খেলার কথা ছিল দুই দেশের। কিন্তু শুক্রবারই হঠাৎ নিউজিল্যান্ড ক্রিকেট দল এক বিবৃতিতে জানিয়ে দেয় তারা এই সিরিজ খেলবে না। কারণ তাদের কাছে কোনও এক হুমকি এসেছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে– এই সিদ্ধান্ত একা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিয়েছে। তাদের সঙ্গে কোনও আলোচনাও করা হয়নি। পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে এও জানানো হয়েছে– নিউজিল্যান্ড ক্রিকেটারদের নিরাপত্তাজনিত কোনও সমস্যাই ছিল না। পাক ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে– ‘নিউজিল্যান্ড ক্রিকেট দলের জন্য পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান নিজে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ছিলেন। তিনি জানেন  এই সিরিজের গুরুত্ব কতটা। তাই তিনি নিজে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়ে তাঁদের আশ্বস্ত করেছেন। নিউজিল্যান্ডের ওপর কোনও হুমকি তো নেই।’ বিবৃতিতে আরও বলা হয়েছে– ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড হঠাৎ ম্যাচের দিন জানালো নিরাপত্তার কারণে তাদের সতর্ক করা হয়েছে। সিরিজ স্থগিতের সিদ্ধান্তটা তারা এককভাবেই নিয়েছে। পিসিবির এখানে কোনও হাত নেই।’ পাশাপাশি পিসিবি বলছে– ‘নিউজিল্যান্ড দলের সঙ্গে থাকা নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা পুরো সময় পাকিস্তান সরকারের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট ছিলেন। হঠাৎ করেই তারা কেন এমন সিরিজ বন্ধের সিদ্ধান্ত নিয়ে ফেললেন তা আমরা কেউই বুঝতে পারছি না।’

যদিও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বক্তব্য– ‘এটা ছাড়া আমাদের কাছে আর কোনও উপায় ছিল না। মাঠে নিউজিল্যান্ড ক্রিকেটের কর্মকর্তারা নিরাপত্তা বিষয়ে পারমর্শের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার পাকিস্তান থেকে ফেরার ব্যবস্থা করা হচ্ছে কিউয়ি ক্রিকেটারদের।’