৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের পরিস্থিতি উদ্বিগ্ন কানাডার এমপিরা

ইমামা খাতুন
  • আপডেট : ২০ মে ২০২৩, শনিবার
  • / 10

পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তানের ‘সংকটময়’ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার এমপিরা। তারা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ট্রুডোর কাছে আবেদন জানিয়ে বলা হয়েছে, তিনি যেন পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘন বন্ধে দেশটিকে চাপ প্রয়োগ করেন। পাকিস্তানে পিটিআই দলের নেতা ও কর্মীদের উপর চলমান ধরপাকড়ের মধ্যেই কানাডীয় আইন-প্রণেতারা এই উদ্বেগ জানালেন। চিঠিতে বলা হয়, লাহোরের জামান পার্কে পিটিআই প্রধান ইমরান খানের বাসভবনে দু’বার সহিংসভাবে অভিযান চালানো হয়েছে এবং তার দলের ৭ হাজার ৫০০ কর্মীকে পুলিশ অবৈধভাবে গ্রেফতার করেছে। ‘কানাডা-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ’ গ্রুপের সদস্য এমন ১৬ জন আইনপ্রণেতা ওই চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সব ধরনের সহিংসতা ও নির্বিচারে গ্রেফতারের নিন্দা জানানো হয়। বলা হয়, সামরিক আইনে নয়, বরঞ্চ অসামরিক আদালতেই ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের মৌলিক প্রকৃতি, আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর এমপিরা জোর দিয়েছেন ওই চিঠিতে। পাকিস্তানে কোনও আপোষ ছাড়াই এই নীতিগুলি বাস্তবায়নের আহ্বান জানান তারা। কানাডার এমপিরা পাকিস্তানে সব ধরনের সহিংসতার নিন্দা করেছেন। পাশাপাশি অসামরিক নাগরিক, সাংবাদিক এবং রাজনৈতিক নেতাদের বেআইনি গ্রেফতারের জন্য দুঃখপ্রকাশ করেছেন তারা। চিঠিতে কানাডা এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের কথাও উল্লেখ করা হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তানের পরিস্থিতি উদ্বিগ্ন কানাডার এমপিরা

আপডেট : ২০ মে ২০২৩, শনিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তানের ‘সংকটময়’ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার এমপিরা। তারা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ট্রুডোর কাছে আবেদন জানিয়ে বলা হয়েছে, তিনি যেন পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘন বন্ধে দেশটিকে চাপ প্রয়োগ করেন। পাকিস্তানে পিটিআই দলের নেতা ও কর্মীদের উপর চলমান ধরপাকড়ের মধ্যেই কানাডীয় আইন-প্রণেতারা এই উদ্বেগ জানালেন। চিঠিতে বলা হয়, লাহোরের জামান পার্কে পিটিআই প্রধান ইমরান খানের বাসভবনে দু’বার সহিংসভাবে অভিযান চালানো হয়েছে এবং তার দলের ৭ হাজার ৫০০ কর্মীকে পুলিশ অবৈধভাবে গ্রেফতার করেছে। ‘কানাডা-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ’ গ্রুপের সদস্য এমন ১৬ জন আইনপ্রণেতা ওই চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সব ধরনের সহিংসতা ও নির্বিচারে গ্রেফতারের নিন্দা জানানো হয়। বলা হয়, সামরিক আইনে নয়, বরঞ্চ অসামরিক আদালতেই ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের মৌলিক প্রকৃতি, আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর এমপিরা জোর দিয়েছেন ওই চিঠিতে। পাকিস্তানে কোনও আপোষ ছাড়াই এই নীতিগুলি বাস্তবায়নের আহ্বান জানান তারা। কানাডার এমপিরা পাকিস্তানে সব ধরনের সহিংসতার নিন্দা করেছেন। পাশাপাশি অসামরিক নাগরিক, সাংবাদিক এবং রাজনৈতিক নেতাদের বেআইনি গ্রেফতারের জন্য দুঃখপ্রকাশ করেছেন তারা। চিঠিতে কানাডা এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের কথাও উল্লেখ করা হয়।