পুবের কলম ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গে দীপাবলিতে শুধুমাত্র ফাটানো যাবে গ্রীন বাজি। তাও মাত্র দু ঘণ্টার জন্য। এমনটাই নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। রাত আটটা থেকে রাত ১০টা পর্যন্ত ফাটানো যাবে শুধু মাত্র গ্রীন বাজি, শব্দ বাজি নিষিদ্ধ কঠোর ভাবে।
দিকে ছট পুজোর দিনও শুধুমাত্র দুই ঘণ্টার জন্য ফাটানো যাবে বাজি। সকাল ৬টা থেকে ৮টা থেকে এবং বড়দিন এবং নববর্ষের দিন ৩৫ মিনিট বাজি ফাটানোর অনুমতি দেওয়া হয়েছে। রাত ১১টা ৫৫ মিনিট থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত মানে মোট ৩৫ মিনিট বাজি ফাটানো যাবে বড়দিন এবং নববর্ষের দিন। এমনটাই নির্দেশ দিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
ইতিমধ্যেই অনির্দিষ্ট কালের জন্য ময়দানে বন্ধ করে দেওয়া হয়েছে বাজি বাজার। একটানা লোকসানের মুখে পড়ার জন্যই বন্ধ রাখা হয়েছে বাজি বাজার।
২০২০ সালেও বলা হয়েছিল, বাজিও ফাটানো যাবে না কালীপুজোয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল কোনও বাজি বিক্রিও করা যাবে না। রাজ্যজুড়ে নিষিদ্ধ করা হয়েছিল বাজি। চলতি বছরেও একমাত্র উৎসবের দিনেই বিক্রি করা যাবে বাজি।