পুবের কলম, ওয়েবডেস্ক: লকডাউন শিথিল হতে আজ বাস পথে নামতেই ফের কলকাতার রাজপথে দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। আহত বাসের আরও ১৭ জন যাত্রী। বাসের চালক, খালাসি সহ সকলেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল রেড রোড। দুর্ঘটনায় মিনিবাসটি কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে। বাসের সিট লন্ডভন্ড।
ঘটনা ঘটতেই অতি দ্রুত সেখানে পৌঁছয় কলকাতা পুলিশের একটি বড় দল ও সেনাবাহিনীর বিশেষ দল।অতি দ্রুত উদ্ধারকার্য শুরু করেন তারা। ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার সৌমেন মিত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে বাঁচাতে গিয়ে হাওড়া মেটিয়াবুরুজ রুটের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে সজোরে ধাক্কা মারে। ঘটনায়। দুর্ঘটনার সময়ে বাসে অন্তত ৩০ জন যাত্রী ছিলেন। আহত হয়েছেন এদের মধ্যে কমপক্ষে ১৭ জন। সকলকেই তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও তিনজন। মৃত বাইক আরোহীর নাম বিবেকানন্দ দাস। তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। বাইকের গায়ে কেপি লেখা দেখেই সন্দেহ হয় পুলিশের। পরে পুলিশ ওই মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে উল্টো দিক থেকে আসা একটি বাইক হঠাৎ সামনে চলে আসায় গতি নিয়ন্ত্রণ করতে না পেরে হঠাৎ বাসটি সোজা রেড রোডের পাঁচিলে ধাক্কা মারে। ওই বাইক আরোহীও নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসেন। ঘটনার আকস্মিকতায় বাইক ফেলেই পালিয়ে যান ওই বাইক আরোহী। ফোর্ট উইলিয়াম এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।