পুবের কলম প্রতিবেদক: মধ্যাহ্নভোজের কিছু পরে একটা ওভার বল করেই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন বুমরাহ। পরে জানা যায় তাঁর পিঠের পেশিতে টান লেগেছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনও ঝুুঁকি নিতে চায়নি। তাঁকে নিয়ে যাওয়া হয় সিডনির নামকরা হাসপাতালে। সেখানে তাঁর পিঠের স্ক্যানও হয়েছে। আপাতত তিনি হাসপাতাল থেকে ফিরেছেন।
রবিবার তিনি খেলতে পারবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। চিকিৎসকরা আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখছেন।’ রবিবার সকালে তিনি বল করতে পারবেন কিনা সেটা এখনও জানা যায়নি। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বুমরাহকে খেলানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শনিবার সন্ধেয় জানা গিয়েছে বুমরাহ আপাতত বিপদ মুক্ত। তাঁর চোট ততটা গুরুতর নয়।