দুবাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত শতরান করলেও সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নেমে গেলেন ভারতের যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি। তালিকায় দু’ধাপ নেমে যশস্বী রয়েছে চার নম্বরে। এবং এক ধাপ নেমে গিয়ে বিরাট চলে এলেন ১৪ নম্বর স্থানে। তবে শ্রীলঙ্কাব বিরুদ্ধে সেঞ্চুরি করে ব্যাটারদের এই তালিকায় ১৪ ধাপ উঠে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা চলে এলেন দশ নম্বরে। ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে এই তালিকায় সবার ওপরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। ২ নম্বর স্থানটি দখল করেছেন রুটের সতীর্থ হ্যারি ব্রুক (৮৫৪ পয়েন্ট)। তিনে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তাঁর সংগ্রহে রয়েছে ৮৩০ পয়েন্ট।
টেস্ট বোলারদের মধ্যে ৮৮৩ পয়েন্ট নিয়ে এক নম্বর জায়গাটি ধরে রেখেছেন ভারতের জসপ্রীত বুমরাহ। এই তালিকায় ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা রয়েছেন যথাক্রমে চার ও ছয় নম্বরে। বোলারদের এই তালিকায় দুই নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (৮৬৫ পয়েন্ট)। তিনে রয়েছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড (৮৬০ পয়েন্ট)। পাশাপাশি টেস্ট অলরাউন্ডদের তালিকায় ৪২৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তাঁর সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন তিন নম্বরে। তিনি পেয়েছেন ২৯০ পয়েন্ট। দশ ধাপ উঠে এই তালিকায় ২ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন (২৯১ পয়েন্ট)।