০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বৌদ্ধ ধর্ম অবমাননা: সুইস চিত্রপরিচালক গ্রেফতার মায়ানমারে

সুস্মিতা
  • আপডেট : ২০ অগাস্ট ২০২৩, রবিবার
  • / 14

Man on the chair in Handcuffs. Rear view and Closeup ,Men criminal in handcuffs arrested for crimes. With hands in back,boy prison shackle in the jail violence concept.

ইয়াঙ্গুন, ২০ আগস্ট: বৌদ্ধ ধর্মের আদর্শ ও মর্যাদার অবমাননা করায় এক বিদেশি চিত্র পরিচালকসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে মায়ানমারের ক্ষমতাসীন জান্তা। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ক্ষমতাসীন জান্তার জনসংযোগ বিভাগ। দিদিয়ের নুসবাউমের নামের ৫২ বছর বয়সী ওই চিত্র পরিচালক সুইৎজারল্যান্ডের নাগরিক।

 

জানা গিয়েছে, একটি সিনেমা তৈরির জন্য তিনি মায়ানমারে এসেছিলেন। মায়ানমারে থেকেই তিনি ‘ডোন্ট এক্সপেক্ট এনিথিং’ নামে একটি সিনেমা তৈরি করেন ও প্রকাশ করেন। ৭৫ মিনিটের সিনেমাটি গৌতম বুদ্ধের জীবন, কর্ম ও আদর্শভিত্তিক। বাকি যে ১২ জন গ্রেফতার হয়েছেন, তারা সবাই ফিল্মে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। বিবৃতিতে জান্তার পক্ষ থেকে বলা হয়, ‘সিনেমায় নারী বৌদ্ধদের ঐতিহ্য এবং সন্ন্যাসীদের সততা নিয়ে নিষ্ঠুর ও অপমানজনক শধ ব্যবহার করা হয়েথে। এটা মেনে নেওয়া যায় না। গ্রেফতার সবার বিরুদ্ধে আইিন ব্যবস্থা নেওয়া হবে।’ প্রসঙ্গত, মায়ানমারের দৈনন্দিন জনজীবনের বিশাল অংশ জুড়ে আছে বৌদ্ধ ধর্ম। দেশটির মোট জনসংখ্যার অধিকাংশই বৌদ্ধ। প্রতিদিন সকাল-সন্ধ্যায় মায়ানমারের বৌদ্ধ মন্দিরগুলিতে এই ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের আদর্শ ও বানী প্রচারিত হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বৌদ্ধ ধর্ম অবমাননা: সুইস চিত্রপরিচালক গ্রেফতার মায়ানমারে

আপডেট : ২০ অগাস্ট ২০২৩, রবিবার

ইয়াঙ্গুন, ২০ আগস্ট: বৌদ্ধ ধর্মের আদর্শ ও মর্যাদার অবমাননা করায় এক বিদেশি চিত্র পরিচালকসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে মায়ানমারের ক্ষমতাসীন জান্তা। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ক্ষমতাসীন জান্তার জনসংযোগ বিভাগ। দিদিয়ের নুসবাউমের নামের ৫২ বছর বয়সী ওই চিত্র পরিচালক সুইৎজারল্যান্ডের নাগরিক।

 

জানা গিয়েছে, একটি সিনেমা তৈরির জন্য তিনি মায়ানমারে এসেছিলেন। মায়ানমারে থেকেই তিনি ‘ডোন্ট এক্সপেক্ট এনিথিং’ নামে একটি সিনেমা তৈরি করেন ও প্রকাশ করেন। ৭৫ মিনিটের সিনেমাটি গৌতম বুদ্ধের জীবন, কর্ম ও আদর্শভিত্তিক। বাকি যে ১২ জন গ্রেফতার হয়েছেন, তারা সবাই ফিল্মে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। বিবৃতিতে জান্তার পক্ষ থেকে বলা হয়, ‘সিনেমায় নারী বৌদ্ধদের ঐতিহ্য এবং সন্ন্যাসীদের সততা নিয়ে নিষ্ঠুর ও অপমানজনক শধ ব্যবহার করা হয়েথে। এটা মেনে নেওয়া যায় না। গ্রেফতার সবার বিরুদ্ধে আইিন ব্যবস্থা নেওয়া হবে।’ প্রসঙ্গত, মায়ানমারের দৈনন্দিন জনজীবনের বিশাল অংশ জুড়ে আছে বৌদ্ধ ধর্ম। দেশটির মোট জনসংখ্যার অধিকাংশই বৌদ্ধ। প্রতিদিন সকাল-সন্ধ্যায় মায়ানমারের বৌদ্ধ মন্দিরগুলিতে এই ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের আদর্শ ও বানী প্রচারিত হয়।