গুলি করে আত্মঘাতী বিএসএফ জাওয়ান, ঘটনায় শোকের ছায়া নদিয়ার নফরচন্দ্রপুর ক্যাম্পে

- আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্কঃ মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান।কর্মরত অবস্থায় নিজের মাথায় গুলি করে নিহত হন তিনি।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তের নদিয়ার নফরচন্দ্রপুর ক্যাম্পে।তবে কি কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে তাঁর সহকর্মী থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা।
সূত্রের খবর, মৃত বিএসএফ জওয়ানের নাম সঞ্জয়কুমার প্যাটেল।তিনি নদিয়ায় কর্মরত থাকলেও তিনি গুজরাতের বাসিন্দা।গত বছরেই তাঁর নদিয়ায় পোস্টিং হয়। মঙ্গলবার সকালে হঠাৎ করে ক্যাম্প থেকে গুলির শব্দ ভেসে উঠে।সেই শব্দ শুনতে পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় তাঁর সহকর্মীরা।গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন সঞ্জয়কুমার প্যাটেল নামক ওই বিএসএফ জওয়ান।
তাঁকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন সঞ্জয়। কিন্তু আত্মহত্যার কোনও কারণ দিতে পারেননি সহকর্মীরা। পাশাপাশি, যে গুলিতে ওই জওয়ানের মৃত্যু হয়েছে সেই গুলি সঞ্জয়ের রাইফেল থেকে চালানো হয়েছে কিনা তা নিয়েও স্পষ্ট নয় তাঁরা।আর তাতেই ঘনীভূত হচ্ছে রহস্য। সঞ্জয়বাবুর মধ্যে অস্বাভাবিকত্বও দেখেননি কেউ।তবে এই ঘটনা প্রথম নয়। এর আগেও রাজ্যে একাধিক বিএসএফ ক্যাম্পে নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন নানা বিএসএফ জওয়ানরা।