পুবের কলম, ওয়েবডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের প্রাক্তন সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে বাংলাদেশে এসেছিলেন দেশটির জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) কর্মকর্তারা। তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। গতকাল শনিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ‘দ্য মেইল অন সানডে’।
বাংলাদেশে গোপনে একটি ব্রিটিশ প্রতিনিধি দল পৌঁছেছে এবং তারা প্রভাবশালী ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকের তথ্য সংগ্রহ করেছে। এই খবরটি সম্প্রতি দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং তা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
প্রতিনিধি দলের আগমন ও কার্যক্রম নিয়ে এখনও অনেক কিছু পরিষ্কার হয়নি, তবে ধারণা করা হচ্ছে যে, তারা টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক এবং পারিবারিক প্রেক্ষাপট নিয়ে তথ্য সংগ্রহ করছে। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য এবং তার বাংলাদেশের সাথে সম্পর্ক রয়েছে। তার পিতা, প্রয়াত সিদ্দিকুর রহমান, ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা।
এই ঘটনা নিয়ে সরকারি এবং বিরোধী পক্ষের মধ্যে নানা মন্তব্য উঠেছে। কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, এই দলটি বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের উন্নতি বা ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কাজ করতে পারে। তবে এ ধরনের গোপন সফরের উদ্দেশ্য নিয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা এ চুক্তি স্বাক্ষর করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিকও। বলা হচ্ছে, টিউলিপ এতে মধ্যস্থতা করে অর্থ আত্মসাৎ করেছেন।