লন্ডন: ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার আগামী পাঁচ বছরে ১৫ লাখ নতুন বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থনীতিবিদরা বলছেন, লেবার সরকারকে তার আবাসন লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন হবে প্রায় ৫ লাখ নির্মাণ শ্রমিক। দেশটিতে এত সংখ্যক নির্মাণ শ্রমিক নেই। তাই এই ঘাটতি পূরণে সরকারকে বিদেশ থেকেই শ্রমিক আনতে হবে। আর এ জন্য অভিবাসন আইনও শিথিল করতে হবে। আর এটা হলে ব্রিটেনে অন্তত কয়েক হাজার কর্মীর নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভারতীয় ও বাংলাদেশি শ্রমিকরা সেই সুযোগ নিতে পারে।
এক প্রতিবেদনে গবেষকরা বলেছেন, নতুন করে আরও ১৫ লাখ বাড়ি নির্মাণের লক্ষ্য পূরণের জন্য ব্রিটেনে পর্যাপ্ত নির্মাণ শ্রমিক নেই। এই বৃহৎ নির্মাণযজ্ঞে যে ৫ লাখ নির্মাণ শ্রমিকের প্রয়োজন, তা এখানে খুঁজে পাওয়া কঠিন হবে। গবেষকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বাড়ি তৈরির লক্ষ্য পূরণে প্রশিক্ষণ স্কিমের একমাত্র বিকল্প নির্মাণ শ্রমিকদের জন্য ভিসার পথ সহজ করা।