পার্সোনাল ল’ বোর্ডের ব্রিগেড সমাবেশে ‘না’ কেন?

- আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 130
২৪ ঘণ্টার মধ্যে আর্মিকে জানাতে বলল হাইকোর্ট
পুবের কলম প্রতিবেদক: কলকাতা হাইকোর্টে ঝুলেই রইল ২৬ এপ্রিল ব্রিগেড ময়দানে মহাসমাবেশের অনুমতি শীর্ষক মামলা। ওয়াকফ আইনের বিরদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সমাবেশ আগেই ভারতীয় সেনা তরফে নাকচ করা হয়। ব্রিগেড সমাবেশের অনুমতি না করে দেওয়ার বিষয়টিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। বৃহস্পতিবার মামলাটি বিচারপতি তীর্থঙ্কর বসুর এজলাসে ওঠে।
আরও পড়ুন: Pahalgam Terror Attack: ল’ বোর্ডের সমস্ত প্রগাম ২৫ এপ্রিল পর্যন্ত স্থগিত
এ দিন ভারতীয় সেনা, রাজ্য প্রশাসন এবং মুসলিম পার্সোনাল ল’বোর্ডের আইনজীবীরা নিজেদের বক্তব্য আদালতে পেশ করেন। ভারতীয় সেনা কি কারনে অনুমতি দিচ্ছে না, সে সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে স্পষ্ট জবাব দিতে বলেছে কর্তৃপক্ষকে। আদালত জানিয়েছে, ভারতীয় সেনা একটি দায়িত্বশীল সংগঠনের সমাবেশকে যেভাবে অনুমতি প্রত্যাখান করেছে, তা আইনসম্মত নয়। তাই উপযুক্ত কারণ জানিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে মুসলিম পার্সোনাল ল’ বোর্ডকে জানাবে ইন্ডিয়ান আর্মি কর্তৃপক্ষ।
এ দিকে আদালত জানিয়েছে, কাশ্মীরের ঘটনা নিয়ে গোটা দেশ যেভাবে শোকাহত, তাতে আগামী এক সপ্তাহ এই কর্মসূচি স্থগিত রাখা যায় কিনা ভাবতে পারে বোর্ড। যদিও এ নিয়ে পার্সোনাল ল’বোর্ডের আইনজীবী ফেরদৌস শামীম আদালতকে জানান, বোর্ড অত্যন্ত সংবেদনশীল এবং দায়িত্বশীল সংগঠন। কাশ্মীরের ঘটনার পর তিনদিন ধরে দেশজুড়ে সমস্ত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল স্থগিত ছিল। ২৬ তারিখ থেকে আবার নতুন করে দেশজুড়ে বিরুদ্ধে প্রতিবাদ চলবে। এবার আগামী পদক্ষেপ নিয়ে বৃহস্পতিবার বিকালে বৈঠকে বসেছে মুসলিম পার্সোনাল ল’বোর্ডের সদস্যরা।