পুবের কলম, ওয়েবডেস্ক: আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই। আমরা কোনও অন্যায্য দাবি করছি না। আন্দোলনের
সঙ্গে সমঝোতায় যেতে রাজি নই। আমরা কাজে ফিরতে চাই। আমাদের পাঁচটি দাবি মেনে নেওয়া
হোক মুখ্যমন্ত্রী সল্টলেকের ধরনা মঞ্চে এসে প্রতিশ্রুতি দেওয়ার পর পর এমনটাই জানালেন জুনিয়র চিকিৎসকেরা।
এদিন আন্দোলনকারীরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে এসেছেন, তাঁর এই তৎপরতাকে আমরা
সাধুবাদ জানাই।আরও আগে এলে আগে ভালো হত। তবে এটা জেদাজেদি-রাগারাগির বিষয় নয়।
তবে আজ আমরা একটু সময় চেয়ে নিচ্ছি।
আধঘণ্টা একঘন্টা সময় চেয়ে নিচ্ছি। মুখ্যমন্ত্রী যেখানে বলবেন সেখানেই আমরা আলোচনায়
বসতে রাজি। তবে আমাদের পাঁচ দফা দাবি থেকে আমরা সরছি না।