BRAKING :
পঞ্চায়েত ভোটের আগে হাওড়ার ডোমজুড়ে উদ্ধার বোমা, গ্রেফতার ১

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২৩ জুন ২০২৩, শুক্রবার
- / 8
আইভি আদক, হাওড়া: পঞ্চায়েত ভোটের আগেই উদ্ধার বেশ কিছু বোমা। হাওড়ার ডোমজুড়ের কোরলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হয়েছে ওই বোমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় ডোমজুড় থানার পুলিশ শেখ মিনসার নামের এক যুবককে গ্রেফতার করেছে। যদিও হাওড়ার পুলিশ কমিশনারের দাবি যাকে গ্রেফতার করা হয়েছে তিনি অন্য একটি ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
মিনসারের বাড়ির পাশের পুকুর থেকেই উদ্ধার হয় বোমা। জাল ফেলে বোমাগুলো তোলা হয়। ডোমজুড় থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই বোমা উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।