পুবের কলম,ওয়েবডেস্ক: রবিবার ইন্ডিয়ান এয়ারলাইন্সের অন্তত ৫০টি উড়ানে মিলেছে বোমা হুমকি।
১৪ দিনের মধ্যে মোট ৩৫০টিরও বেশি উড়ান বোমা হুমকির সম্মুখীন হয়েছে। অধিকাংশ হুমকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অকাসা এয়ার রবিবার জানিয়েছে যে, তাদের ১৫টি ফ্লাইট নিরাপত্তা সতর্কতা পেয়েছিল এবং বিস্তারিত পরিদর্শনের পর সব বিমান অপারেশনের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ইন্ডিগোর ১৮টি ফ্লাইট হুমকি পেয়েছিল। ভিস্তারার ১৭টি ফ্লাইটও পেয়েছিল বোমা হুমকি।
আরও পড়ুন: ২২, ২৪ ,এবার ২৬- রাজ্যে ক্রমশ পিছচ্ছে বিজেপির ক্ষমতায় আসার দিন: কুণাল ঘোষ
তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে যথাযথ দায়িত্ব পালন করতে এবং দ্রুত ব্যবস্থা নিতে বলেই দায় সেরেছে।
এ দিকে দিল্লি বিমানবন্দরের বোমা হুমকিতে শুভম উপাধ্যায় নাম বছর ২৫-এর এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শুভম উপাধ্যায়কে উত্তম নগরের রাজাপুরী এলাকায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই যুবক বর্তমানে কর্মহীন।
উচ্চমাধ্যমিক পাশ করার পর পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। তার অপরাধের কোনও অতীত নেই। পুলিশের এই প্রতিক্রিয়া পাওয়ার পর অনেকে বলছেন, শুভমের ধর্মীয় পরিচয় আলাদা হলে হয়তো একশ্রেণির গদি মিডিয়া অভিযুক্তকে মারাত্মক ‘জঙ্গি’ বলে লাগাতার অপপ্রচার চালাত। ময়দানে নেমে পড়ত তাদের ‘স্পনসর’ করা দলের নেতারাও।
1 Comment
Pingback: ফিলিস্তিন: মুসলিমদের সরব হওয়ার আহ্বান বাংলাদেশের ধর্ম উপদেষ্টার