৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বগটুই: ভাদু সেখের বাড়িতে নীল, সবুজ ডায়েরি ও নোট বুক উদ্ধার 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ এপ্রিল ২০২২, সোমবার
  • / 7

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: ভাদু সেখের বাড়িতে নীল, সবুজ ডায়েরি ও নোট বুক উদ্ধার করল সিবিআই। ডায়েরি, নোটবুক ছাড়াও, গুরুত্বপূর্ণ নথি সিবিআইয়ের হাতে। যা অনেকাংশে নয়া মোড় আনতে পারে ভাদু সেখ খুনের তদন্তে। রবিবার সন্ধ্যায় সিবিআইয়ের একটি টিম ফের ভাদু  সেখের ছেলেকে ডেকে পাঠিয়ে ভাদু সেখের ঘর খোলে।  তারপর ভাদু সেখের বাড়িতে ঢুকে একটি ভূগর্ভস্থ  ঘরের সন্ধান পায়। সেখান থেকে নীল, সবুজ ডায়েরি এবং একটি নোট বুক উদ্ধার করে।

এই ডায়েরি থেকে উল্লেখযোগ্য তথ্য, সিবিআইয়ের হাতে চলে এসেছে বলে সূত্রের খবর। ভাদু সেখের বিভিন্ন ব্যবসা ছিল তাছাড়াও বড়শাল পঞ্চায়েত  উপপ্রধান হওয়ার সুবাদে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার ওঠাবসা ছিল।  সেক্ষেত্রে  টাকার  বখরার গণ্ডগোলের জেরে ভাদু সেখের খুন কিনা খতিয়ে দেখছে সিবিআই।

সোমবার  মূল অভিযুক্ত লালন সেখের শ্বশুর সমীর সেখকে সোমবার এ সি জেম সিবিআই আদালতে তোলা হলে, বিচারক অভিযুক্তর চার দিনের সিবিআই  হেফাজতের নির্দেশ দেন।

এছাড়াও, সোমবার অগ্নিসংযোগে গণহত্যায়  নিহতদের পরিবারের  সদস্যদের কাছ থেকে  রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ডি এন এ নমুনা নেওয়া হয়। আগেই পাঠানো মৃতদের নমুনার সঙ্গে মিলছে কিনা পরীক্ষা করে দেখতে পরিবারের জীবিত সদস্যদের সেই নমুনা  দিল্লি সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বগটুই: ভাদু সেখের বাড়িতে নীল, সবুজ ডায়েরি ও নোট বুক উদ্ধার 

আপডেট : ১১ এপ্রিল ২০২২, সোমবার

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: ভাদু সেখের বাড়িতে নীল, সবুজ ডায়েরি ও নোট বুক উদ্ধার করল সিবিআই। ডায়েরি, নোটবুক ছাড়াও, গুরুত্বপূর্ণ নথি সিবিআইয়ের হাতে। যা অনেকাংশে নয়া মোড় আনতে পারে ভাদু সেখ খুনের তদন্তে। রবিবার সন্ধ্যায় সিবিআইয়ের একটি টিম ফের ভাদু  সেখের ছেলেকে ডেকে পাঠিয়ে ভাদু সেখের ঘর খোলে।  তারপর ভাদু সেখের বাড়িতে ঢুকে একটি ভূগর্ভস্থ  ঘরের সন্ধান পায়। সেখান থেকে নীল, সবুজ ডায়েরি এবং একটি নোট বুক উদ্ধার করে।

এই ডায়েরি থেকে উল্লেখযোগ্য তথ্য, সিবিআইয়ের হাতে চলে এসেছে বলে সূত্রের খবর। ভাদু সেখের বিভিন্ন ব্যবসা ছিল তাছাড়াও বড়শাল পঞ্চায়েত  উপপ্রধান হওয়ার সুবাদে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার ওঠাবসা ছিল।  সেক্ষেত্রে  টাকার  বখরার গণ্ডগোলের জেরে ভাদু সেখের খুন কিনা খতিয়ে দেখছে সিবিআই।

সোমবার  মূল অভিযুক্ত লালন সেখের শ্বশুর সমীর সেখকে সোমবার এ সি জেম সিবিআই আদালতে তোলা হলে, বিচারক অভিযুক্তর চার দিনের সিবিআই  হেফাজতের নির্দেশ দেন।

এছাড়াও, সোমবার অগ্নিসংযোগে গণহত্যায়  নিহতদের পরিবারের  সদস্যদের কাছ থেকে  রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ডি এন এ নমুনা নেওয়া হয়। আগেই পাঠানো মৃতদের নমুনার সঙ্গে মিলছে কিনা পরীক্ষা করে দেখতে পরিবারের জীবিত সদস্যদের সেই নমুনা  দিল্লি সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।