কলকাতাThursday, 24 March 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

Breaking: বগটুই কাণ্ডঃ সাসপেন্ড রামপুরহাট থানার আইসি ও এসডিপিও

mtik
March 24, 2022 4:41 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে সাসপেন্ড করা হল। বগটুই কাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে আইসিকে সাসপেন্ড করা হল।  তার কিছুক্ষণ পরেই সাসপেন্ড করা হল এসডিপিও সায়ন আহমেদকে। কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে তাকে।

বগটুই কাণ্ডে প্রথম থেকে কড়া রাজ্য সরকার। আজ গ্রামে এসেই প্রথমে তৃণমূলের ব্লক সভাপতির গ্রেফতারের নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূলের ব্লক সভাপতি আনারুল আত্মসমর্পণ করলে ভালো, না হলে ওকে গ্রেফতার করুন। এর পরেই শুরু হয় পুলিশি তৎপরতা। বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। আর তার কিছুক্ষণের মধ্যেই তারাপীঠের একটি হোটেল থেকে আনারুলকে গ্রেফতার করে পুলিশ।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অতি সক্রিয় পুলিশ। ইতিমধ্যেই ভাদু শেখ খুনের ঘটনায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রামে রয়েছে মোতায়েন করা হয়েছে পুলিশ। ৫৪ জন পুলিশকর্মী মোতয়েন করা হয়েছে। বগটুই গ্রামে রয়েছে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। ভাদু শেখের ঘটনার পর থেকেই আতঙ্কে ভুগছে গোটা গ্রাম। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রামে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সিসিক্যামেরা লাগানো হয়েছে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন,  পুলিশকে কাজ করতে হবে। যে পুলিশ ফুর্তি করবে তাদের পুলিশে থাকার দরকার নেই। যে কাজ করবে তাকে সালাম। কয়েক জন পুলিশের জন্য গোটা ডিপার্টমেন্টের বদনাম হবে এটা আমি মেনে নেব না।

কোনও নেতার কথায় কাউকে ধরবে আর কাউকে ছাড়বে সেটা হতে পারে না। পুলিশ তার নিজের ডিপার্টমেন্টের অর্ডার ছাড়া কারুর অর্ডার ক্যারি করবে না এটা সমস্ত জায়গায় বলে দিন। ডিজিকে উদ্দেশ্য করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।