উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: ক্লাসরুম থেকে এক শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানা এলাকার গ্রিন পার্কে। রোজ যে ক্লাস রুমে তিনি পড়ুয়াদের পড়াতেন, শনিবার সেই ক্লাস থেকেই উদ্ধার হয় রাজেশ রজক (২৮) নামে ওই শিক্ষকের দেহ। তাঁর বাড়ি নরেন্দ্রপুর থানার রামচন্দ্রপুরে। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ।
গ্রিন পার্ক এলাকার বেসরকারি ওই স্কুলটিতে বাংলা, ইংরাজি ও হিন্দি, তিন মাধ্যমেই পঠনপাঠন হয়। রাজেশ ওই স্কুলে হিন্দির শিক্ষক ছিলেন।স্কুল থেকে তাঁর বাড়ি একেবারে কাছে। জানা যায়, শুক্রবার রাত থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকেন। এর পরই জানা যায়, স্কুলেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
স্কুলের প্রধান শিক্ষক দেবজ্যোতি মুখোপাধ্যায় বলেন, স্কুলে মেরামতির কাজ হচ্ছে। যেহেতু রাজেশ রজকের বাড়ি স্কুলের কাছে, তাই তাঁর কাছে স্কুলের চাবি ছিল। শনিবার এক অভিভাবক স্কুলে তাঁর পড়ুয়া সন্তানের অ্যাডমিট কার্ড আনতে গিয়ে শিক্ষককে ঝুলন্ত অবস্থায় দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পারিবারিক কোনও সমস্যার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। রবিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাবে নরেন্দ্রপুর থানার পুলিশ। এব্যাপারে বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, বাড়ির লোকজনের সঙ্গেও কথা বলা হচ্ছে।কি কারনে এই ঘটনা ঘটলো তাঁর তদন্ত করা হচ্ছে।মৃতদেহ ময়নাতদন্ত করে আসলে মৃতের আসল কারণ জানা যাবে।