পুবের কলম প্রতিবেদক: নিজের ভাড়া বাড়িতে মহিলার রহস্যমৃত্যু। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্কে। যার ফলে বৃহস্পতিবার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। মৃত তরুনীর নাম মালিনী দাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্কের একটি বাড়ি ভাড়া নেয় ওই তরুণী ও তার এক সঙ্গী। কার্তিক দাস নামের ওই ব্যক্তিকে স্বামী হিসাবে পরিচয় দেন মালিনী। এ দিন সকাল থেকেই ঘরের দরজা বন্ধ ছিল। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তরুণীর কোনও সাড়া শব্দ পাননি বাড়ির মালিক। তারপরেই দরজা দিয়ে চুঁইয়ে রক্ত পড়তে দেখে পুলিশে খবর দেওয়া হয়। দরজা ভেঙে পুলিশ দেখে রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। উদ্ধার করা হয় মালিনীর নলিকাটা দেহ। মুখে কাপড় গোঁজা ছিল। বাধা ছিল হাত-পা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী তাঁর স্বামীর সঙ্গে থাকার জন্যই এই ঘর ভাড়া নিয়েছিলেন। তবে বুধবার তিনি একাই সেখানে আসেন। এরপর বৃহস্পতিবার সকালে ওই ঘর থেকে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল পরিদর্শনে যান ডিসি সাউথ-ওয়েস্ট ও ফরেনসিক বিশেষজ্ঞরা। তদন্তের স্বার্থে নিয়ে আসা হয় পুলিশি কুকুরও। পুরো এলাকাটি ঘিরে ফেলা হয় এবং প্রতিটি প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। মৃত তরুণীর সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্তর মোবাইল সুইচড অফ। তরুণী যে ব্যক্তিকে স্বামী বলে পরিচয় দিয়েছিলেন, সে আদৌ মহিলার স্বামী না লিভ ইন পার্টনার- তা নিয়ে ধন্দ্ব দেখা দিয়েছে। তবে কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটল- তা এখনও স্পষ্ট নয়। কীভাবে মর্মান্তিক এই ঘটনা ঘটল তা দেখা হচ্ছে।