Pahalgam Terror Attack: নিহত ৩ পর্যটকের দেহ আজই আসছে দমদম বিমানবন্দরে

- আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, বুধবার
- / 137
বিশেষ ব্যবস্থা রাজ্যের
রাজ্যের তরফে বিমানবন্দরে উপস্থিত থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস
পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) নিহত তিন বাঙালি পর্যটককে আজই আনা হবে কলকাতায়। বুধবার রাত সাড়ে আটটায় দমদম বিমানবন্দরে পৌঁছবে তাঁদের মরদেহ। সঙ্গে থাকবেন পরিবারের সদস্যরাও। বিমানবন্দর থেকে গ্রিন করিডর করে বাড়িতে আনা হবে দেহ। রাজ্যের তরফে বিমনবন্দরে থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যের তরফে কাশ্মীরে থাকা নিহতদের পরিবারের সদস্যদের জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছে। দমদম বিমানবন্দরে থাকবে অ্যাম্বুল্যান্স। বিশেষ পুলিশ পোস্টিং করে গ্রিন করিডর তৈরি করে বাড়িতে আনা হবে মরদেহ। গোটা ব্যবস্থার দেখভালে রয়েছে রাজ্যের মন্ত্রী-সহ অন্যান্য প্রতিনিধিরা।
আরও পড়ুন: Pahalgam Terror Attack: অকাশ্মীরিরাই ছিল টার্গেট, দাবি কাশ্মীর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের
The attack that happened yesterday is not only an attack on innocent tourists, it is also an attack on Kashmiriyat. Ms Mehbooba Mufti leads protest along with senior leadership and workers at Ghanta Ghar Lal Chowk Srinagar. pic.twitter.com/rB0cewYGBf
— J&K PDP (@jkpdp) April 23, 2025
প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) প্রাণ গিয়েছে বাংলার তিন পর্যটকের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই এই ব্যবস্থা। বাঙালি পর্যটকদের মধ্যে রয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। বাড়ি পাটুলির বৈষ্ণবনগরে। পেশায় ইঞ্জিনিয়ার ওই যুবক ফ্লোরিডায় থাকতেন। পুরুলিয়ার বাসিন্দা ৪১ বছর বয়সী মণীশরঞ্জন মিশ্র। কর্মসূত্রে আইবি অফিসার মণীশ সপরিবারে হায়দরাবাদে থাকতেন বলে জানা গিয়েছে। আরেকজন নিহত হলেন বেহালার সমীর গুহ।