ফের জঙ্গি হামলায় রক্ত ঝড়ল জম্মু-কাশ্মীরের সোপিয়ানে, নিহত দুজন ইউপির বাসিন্দা, ধৃত ২

- আপডেট : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্ক: পর পর সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত উপত্যকা। সম্প্রতি বুলেট হামলা প্রাণ কেড়েছিল এক কাশ্মীরি পণ্ডিতের। এবার ফের জঙ্গি হামলায় প্রাণ খোয়ালেন উত্তরপ্রদেশের দুই বাসিন্দা। অভিযুক্ত জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে। জম্মু-কাশ্মীরের সোপিয়ানের হারমেন এলাকায় এই গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। নিহত দুজনেই উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা ছিলেন।
রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার। নিহত দুই ব্যক্তির নাম মণীশ কুমার ও রাম সাগর।
কাশ্মীরের জোন পুলিশ মঙ্গলবার একটি ট্যুইট করে জানিয়েছেন, ‘সন্ত্রাসবাদীরা সোপিয়ানের হারমেন এলাকায় হ্যান্ড গ্রেনেড হামলা চালিয়েছে। সেই হামলায় উত্তর প্রদেশের দুই শ্রমিক মণীশ কুমার ও রাম সাগর জখম হয়েছেন। দুজনেই উত্তর প্রদেশের কনৌজের বাসিন্দা। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের মৃত্যু হয়। এলাকা ঘিরে রাখা হয়েছে।’
অপর একটি ট্যুইটে কাশ্মীরের জোন পুলিশের তরফে অভিযুক্ত সন্ত্রাসবাদীদের গ্রেফতারির কথা জানানো হয়েছে। ট্যুইটে জানানো হয়, ‘নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন এলইটি-র হাইব্রিড সংগঠন হারমেনের ইমরান, বশির গনি যে গ্রেনেড হামলা চালিয়েছে। তাদের গ্রেফতার করেছে সোপিয়ান পুলিশ। তদন্ত ও অভিযান জারি রয়েছে।’
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবরই দক্ষিণ কাশ্মীর জেলার চৌদারি গুন্ড এলাকায় নিজের নিজের বাসভবনের কাছে খুন হন কাশ্মীরি পণ্ডিত পূরণ কৃষাণ ভাট। তার দুদিন যেতে না যেতেই ফের রক্ত ঝড়ল।