বিয়ের আসরে রক্তদান কর্মসূচি, নজির গড়লেন নবদম্পতি

- আপডেট : ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার
- / 11
সাহিন হোসেন, সাগরদিঘি,মুর্শিদাবাদ: বিয়ের আসরে পাত্র আরিফ ও তার পরিবারের রক্তদান রীতিমতো নজির সৃষ্টি করল। মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের মথুরাপুরের বাসিন্দা আরিফ পেশায় ইঞ্জিনিয়ার। বুধবার আরিফ ও নাসরিন নবদম্পতির এই মহৎ কাজে খুশি এলাকাবাসী।
এই অভিনব উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট। বুধবার ও বৃহস্পতিবার বিবাহ অনুষ্ঠানে চলবে। এই কর্মসূচি দেখে উপস্থিত আমন্ত্রিতরা রক্তদানে নিজেরা অন্যদেরকে উৎসাহিত করবেন বলে আশাবাদী বলে আরিফ জানান।
এই শিবিরে উপস্থিত ছিলেন ইফতিকার আলম, তৌহিদুল হক, বুনি আমিন, ইকবাল হোসেন, শিক্ষক নুরুল আমিন প্ৰমুখ। রক্তদান শিবিরে পাত্র আরিফ সহ তার বন্ধু ও পরিবারের মোট ২২জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।
রক্তদাতাদের উৎসাহিত করতে প্রত্যেককে শংসাপত্র ও মেমেন্টো তুলে দেন নবদম্পতি। এদিন এই শিবির থেকে রক্ত সংগ্রহে সহযোগিতা করে সাগরদিঘি ব্লাডব্যাঙ্ক। করোনা পরিস্থিতির সময় থেকেই সাগরদিঘির বিভিন্ন প্রান্তে মহিলা সহ অনেক যুবককে রক্তের সংকট মেটাতে রক্তদানে এগিয়ে আসতে দেখা গেছে। বেশ কয়েকটি এধরনের কর্মসূচিও হয়েছে কয়েকটি ট্রাস্টের উদ্যোগ। রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচতে পারলেই যেন জীবনের সার্থকতা। তাই নিজের বিয়ের বিশেষ দিনেও রক্ত দিতে পিছুপা হননি আরিফ। বরং অন্যদেরও অনুপ্রেরণা হয়ে থাকলেন।